Saturday, July 26, 2025

চীন সীমান্তে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

আরও পড়ুন

রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় অর্ধশত আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর উদ্ধার অভিযানে গিয়ে কাউকে জীবিত পায়নি ঘটনাস্থলের উপর দিয়ে উড়ে যাওয়া এমআই-৮ হেলিকপ্টারের ক্রুরা।

এর আগে স্থানীয় গভর্নর জানান, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিমানটি উড্ডয়নের পর রাডার থেকে অদৃশ্য হয়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনার পরপরই ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, বিমানটি ছিল একটি Antonov An-24 মডেলের যাত্রীবাহী প্লেন, যা সাইবেরিয়া ভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন পরিচালনা করছিল। বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে অগ্রসর হওয়ার সময় এটি রাডার থেকে হারিয়ে যায়।

আরও পড়ুনঃ  বিধ্বস্ত অঞ্চল থেকে হঠাৎ বৃষ্টির মতো রকেট যাচ্ছে ইসরায়েলে

আঞ্চলিক নাগরিক প্রতিরক্ষা ও অগ্নি নিরাপত্তা কেন্দ্র রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানিয়েছে, রাশিয়ার আমুর অঞ্চলে বিধ্বস্ত হওয়া An-24 যাত্রীবাহী বিমানে অবতরণের আগেই আগুন ধরে গিয়েছিল।

টাইন্ডা বিমানবন্দরের পরিচালক বলেছেন, বিমানটি ভূপাতিত হওয়ার সময়ই তাতে আগুন ধরে যায়। পরবর্তীতে ঘটনাস্থলের উপর দিয়ে উড়ে যাওয়া Mi-8 হেলিকপ্টারের ক্রু সদস্যরা কোনো জীবিত ব্যক্তিকে চিহ্নিত করতে পারেননি।”

এই ঘটনার প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। বিমানটিতে প্রাথমিক হিসাবে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। রুশ কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ