রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় অর্ধশত আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর উদ্ধার অভিযানে গিয়ে কাউকে জীবিত পায়নি ঘটনাস্থলের উপর দিয়ে উড়ে যাওয়া এমআই-৮ হেলিকপ্টারের ক্রুরা।
এর আগে স্থানীয় গভর্নর জানান, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিমানটি উড্ডয়নের পর রাডার থেকে অদৃশ্য হয়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনার পরপরই ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, বিমানটি ছিল একটি Antonov An-24 মডেলের যাত্রীবাহী প্লেন, যা সাইবেরিয়া ভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন পরিচালনা করছিল। বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে অগ্রসর হওয়ার সময় এটি রাডার থেকে হারিয়ে যায়।
আঞ্চলিক নাগরিক প্রতিরক্ষা ও অগ্নি নিরাপত্তা কেন্দ্র রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানিয়েছে, রাশিয়ার আমুর অঞ্চলে বিধ্বস্ত হওয়া An-24 যাত্রীবাহী বিমানে অবতরণের আগেই আগুন ধরে গিয়েছিল।
টাইন্ডা বিমানবন্দরের পরিচালক বলেছেন, বিমানটি ভূপাতিত হওয়ার সময়ই তাতে আগুন ধরে যায়। পরবর্তীতে ঘটনাস্থলের উপর দিয়ে উড়ে যাওয়া Mi-8 হেলিকপ্টারের ক্রু সদস্যরা কোনো জীবিত ব্যক্তিকে চিহ্নিত করতে পারেননি।”
এই ঘটনার প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। বিমানটিতে প্রাথমিক হিসাবে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। রুশ কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে।