Saturday, July 26, 2025

ভাড়া বেশি দিতে রাজি না হওয়ায় নারীর পেটে লাথি মারলেন চালক, অতঃপর…

আরও পড়ুন

গন্তব্যে পৌঁছোতেই বেশি ভাড়া চাইতে শুরু করেছিলেন অ্যাপ ক্যাব চালক। কিন্তু তা দিতে রাজি হননি মহিলা যাত্রী। অ্যাপে ভাড়া যা দেখিয়েছিল, তিনি তাই দেবেন বলেছিলেন। এ নিয়ে তর্কাতর্কির সময় ওই মহিলা যাত্রীর পেটে লাথি মারার অভিযোগ উঠল অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে।

শর্মিষ্ঠা ঘোষ নামে ওই মহিলা যাত্রীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অ্যাপ ক্যাব চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম শাহবাজ আলি। ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ১১৫(২) এবং ৭৪ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

আরও পড়ুনঃ  পাকিস্তান সেনাপ্রধানের যে প্রস্তাবকে স্বাগত জানালো হোয়াইট হাউস

পুলিশ সূত্রে খবর, কলকাতা সংলগ্ন সল্টলেকে ঘটনাটি ঘটেছে। মহিলা জানিয়েছেন, তিনি বাগুইআটি থেকে গাড়ি বুক করেছিলেন। তার গন্তব্য ছিল সল্টলেকের ডিএফ ব্লক। অভিযোগ, সেখানে পৌঁছোনোর পর থেকেই তার কাছ থেকে বেশি টাকা দাবি করতে শুরু করেন চালক। মহিলা যাত্রী তা দিতে না-চাওয়ায় দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। 

মহিলা যাত্রী পুলিশকে জানিয়েছেন, অ্যাপে যা ভাড়া দেখিয়েছিল, তা দিয়ে তিনি গাড়ি থেকে নেমে যাওয়ার সময়েই তাঁকে হেনস্থা করেন চালক। তার হাত মুচকে দেন। পেটেও লাথি মারেন। ওই ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হন মহিলা।

আরও পড়ুনঃ  বয়স ৯২, আবারও নির্বাচনে লড়বেন এই প্রেসিডেন্ট

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চালক দক্ষিণ ২৪ পরগনার নারায়ণপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। তার গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ