Sunday, July 27, 2025

ঢাকার খালে বছরে দু’বার রাজনীতিকদের গোসলেই রক্ষা পাবে পরিবেশ: এহসানুল মাহবুব জুবায়ের

আরও পড়ুন

রাজধানী ঢাকাসহ দেশের নদ-নদী ও খাল-বিলের দূষণ রোধে ব্যতিক্রমী এক প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীতে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন, ‘সরকার আসে সরকার যায়, কিন্তু নদীর দূষণ কমে না, বরং দিন দিন বাড়ছে। তাই আমাদের এখনই উদ্যোগ নিতে হবে।’

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা ঢাকার চারটি নদী, বিশেষ করে বুড়িগঙ্গা পরিষ্কার রাখতে চাইলে মেয়র ও রাজনীতিবিদদের নেতৃত্বে বছরে অন্তত দুইবার নদীতে গোসল করতে হবে। মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার, মন্ত্রী সবাই মিলে যদি বছরে দু’বার নদীতে গোসল করেন, তাহলে মানুষ তা দেখে উৎসাহিত হবে এবং ইনশাআল্লাহ নদীগুলো আপনাতেই পরিষ্কার হয়ে যাবে।’

আরও পড়ুনঃ  ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ সেই মায়ের সন্ধান মিলল!

তিনি আরও বলেন, ‘ইউরোপ বা চীনের নদীগুলো এত পরিষ্কার কেন? কারণ সেখানে রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সবার অংশগ্রহণে নদীতে গোসল হয়। যদি নদীর পানি পরিষ্কার না থাকে, তাহলে মেয়র থাকতে পারে না। অথচ আমরা আমাদের নদীগুলোকে নিজের হাতেই ধ্বংস করে ফেলছি।’

ক্ষমতার যোগ্যতা নিয়েও মন্তব্য করেন জামায়াত নেতা। তিনি বলেন, ‘ক্ষমতা বা দায়িত্ব পাওয়ার আগে প্রমাণ করতে হবে আমি সেটা পাওয়ার যোগ্য কি না।’

আরও পড়ুনঃ  বিমান বিধ্বস্ত: ভাগনি ফাতেমাকে হারিয়ে মামার বিলাপ

পরিবেশ রক্ষায় গাছ লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। ‘আমরা যদি ১৬-১৭ কোটি মানুষ নিজেদের বাড়ির আশপাশে গাছ লাগাই, তাহলে দেশে আর কোনো গাছের অভাব থাকবে না। যেখানে আমাদের প্রয়োজন ২৫ শতাংশ বনভূমি, সেখানে রয়েছে মাত্র ৯ শতাংশ। তার মানে, আমরাই পরিবেশ ধ্বংস করছি।’ তিনি সরকারের পাশাপাশি জনগণকেও পরিবেশ ও নদ-নদী রক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ