Sunday, July 27, 2025

‘এখন মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে কীভাবে বোঝাব’

আরও পড়ুন

বগুড়ার সারিয়াকান্দির পৌর এলাকায় দিনে-দুপুরে শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীর (৬৫) বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ২০ ভরি সোনার গয়না এবং ৮১ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

রোববার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পৌর এলাকার সাহাপাড়ায় এ ঘটনা ঘটেছে।

প্রণব কুমার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।

জানা গেছে, শিক্ষক প্রণব কুমার রোববার সকাল ৯টার দিকে তার বাসার মূল গেটে তালা লাগিয়ে স্কুলে যান। তার স্ত্রী সবিতা রাণী সাহাও সারিয়াকান্দি ডিগ্রি কলেজে চাকরি করেন। তিনিও সকাল ৮টার দিকে কলেজের উদ্দেশে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। ফলে বাসায় কেউ না থাকার সুযোগে শিক্ষক প্রণব কুমারের বাসার একটি জানালার গ্রিল কেটে চোর বাসায় প্রবেশ করে ঘরে গচ্ছিত ২০ ভরি সোনার গয়না এবং ৮১ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার, যা জানা গেল

শিক্ষক প্রণব কুমার বলেন, বিকেল ৪টার দিকে আমি স্কুল থেকে বাসায় ফিরে দেখি আমার বাসার সব জিনিসপত্র তছনছ করা। খোঁজ নিয়ে দেখি আমার গচ্ছিত ২০ ভরি সোনার গয়না এবং ৮১ হাজার টাকা চুরি হয়েছে। আমার মেয়েকে নতুন বিয়ে দিয়েছি। তাকে সোনার গয়না দেওয়ার কথা ছিল। আমার সারা জীবনের সঞ্চয় একেবারেই শেষ হয়ে গেল। এখন আমার মেয়েকে এবং তার শ্বশুরবাড়ির লোকজনকে কীভাবে বোঝাব।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি। অভিযোগের ভিত্তিতে চোরকে শনাক্ত করতে আমাদের অভিযান চলমান রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ