Tuesday, July 29, 2025

‘দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ’ ইস্যুতে আবেগঘন বক্তব্য অ্যাডলফ খানের

আরও পড়ুন

অ্যাডলফ খান মূলত একজন কোরিওগ্রাফার। ফলে দেশের শোবিজ সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। তার বেশ কয়েকটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ছবির ক্যাপশনে বলা হচ্ছে তিনি নাকি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন। আসলেই কি তাই? তার বাবা হাসপাতালে ভর্তি জানিয়ে ‘দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ’ ইস্যুতে আবেগঘন বক্তব্য দিয়েছেন অ্যাডলফ খান।

এই কোরিওগ্রাফার বলেন, ‘আমার ছবি ভিডিও দিয়ে নেট দুনিয়া সয়লাব! ভাইরে ভাই, আমাকেই পাইলেন আপনারা। ভালো মন্দ বাস্তব অবাস্তব মনগড়া ক্যাপশন দিয়ে লাখ লাখ ভিডিও বানাচ্ছে সব একের পর এক!

আরও পড়ুনঃ  মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের যে প্রতিক্রিয়া

অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়টিও সত্য, তবে সেটা সুদর্শন পুরুষের নয়। অ্যাডলফ খান সম্প্রতি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন কোরিওগ্রাফির ওপরে। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘পাইলাম স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড। বানিয়ে দিলেন দেশের এক নম্বর সুদর্শন! কেন রে ভাই, সত্যিটাই লিখতেন। এত মর্মান্তিক ভালোবাসা নিতে পারছি না!’

তার বাবা হাসপাতালে, তার ওপর সামাজিকমাধ্যমে এমন ট্রল। এ নিয়ে তিনি বিরক্ত। অ্যাডলফ খান বলেন, ‘ এমনিতেই বাবা হসপিটালে, মন ভালো নেই। আমি মানসিকভাবে বিপর্যস্ত, সারাক্ষণ ডিউটি দিতে হচ্ছে! আমি আমার ছবি ভিডিও আর কি দেব। আপনারাই আপলোড দেন। দিয়ে সুখী থাকুন। এত এত পোস্ট আমাকে নিয়ে, দিশেহারা হয়ে গেলাম, আপনারা পারেনও বটে।’

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ঘটনার জেরে নয়, সেই সেনা সদস্য চাকরি ছাড়েন আগে

অ্যাডলফ খান বলেন, ‘ভাইরাল আর ভিউয়ের বাণিজ্যে আপনারা আমাকে বন্দুকের গুলির মুখে রেখে ভালোই ডলার কামাচ্ছেন, তো মাঝে মাঝে আমাকেও দিয়েন কিছু! না দিলেও অন্তত কৃতজ্ঞতা দিয়েন। নেগেটিভ উল্টাপাল্টা ক্যাপশন তো আছেই, জামার দাম থেকে শুরু করে, লাখো মেয়ের ক্রাশ, শাহরুখের সঙ্গে তুলনা হয়ে, এখন দেশের এক নম্বর সুদর্শন হিসেবে পুরস্কার প্রাপ্তি। বানিয়ে দিলেন!’

তিনি কখনোই ইন্টারভিউয়ে সব বলেননি এমনটাই জানালেন। তার ভাষ্য, ‘আমি কি এই ধরনের তথ্য সংবলিত কোনো ইন্টারভিউ কখনো দিয়েছি বা বলেছি? আমাকে দিয়ে আপনাদের লাভ হচ্ছে বা আমাকে আপনারা খুব ভালোবাসেন, সবই বুঝলাম, কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ আরো বাস্তবিক, সত্য এবং সুন্দর হতে পারে। সত্যি কিছু বলার ভাষা নাই!’

আরও পড়ুনঃ  রাজ্জাককে নিয়ে স্ট্যাটাস সরিয়ে দুঃখ প্রকাশ করলেন মাহিন

অ্যাডলফ খানের সাজ পোশাক আর দশ জনের চেয়ে আলাদা। ফলে সহজে সবার নজরে পড়েন এই কোরিওগ্রাফার।

সূত্র: কালের কণ্ঠ

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ