Thursday, July 31, 2025

এবার এশিয়ার আরেক দেশে সুনামি সতর্কতা

আরও পড়ুন

রাশিয়ায় ভূমিকম্পের জেরে জাপানেও সুনামি আঘাত হেনেছে। দেশটির উপকূলে সুনামির প্রথম ঢেউ আঘাতের পর আরও শক্তিশালী ঢেউ এগিয়ে আসছে। জাপানের কিছু অংশ ৩ মিটার (৯.৮ ফুট) পর্যন্ত উঁচু ঢেউয়ের কবলে পড়তে পারে। এবার এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি পাপুয়া অঞ্চলের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। দ্রুত এ অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুনঃ  হঠাৎ দেবে গেল রাস্তা, গর্তে পড়ল চলন্ত গাড়ি

সতর্কতায় বলা হয়েছে, আজ বিকেলের মধ্যে ০.৫ মিটার (১.৬ ফুট) এর কম উচ্চতার সুনামির ঢেউ ইন্দোনেশিয়ার কিছু অংশে আঘাত হানতে পারে। পাপুয়া অঞ্চল, উত্তর মালুকু প্রদেশ এবং গোরোন্তালো প্রদেশের কিছু উপকূলীয় শহর সুনামির উচ্চ ঝুঁকিতে রয়েছে।

বুধবার রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার ফলে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত সুনামি সৃষ্টি হয়েছে। এরই মধ্যে রাশিয়ার কিছু উপকূল প্লাবিতের খবর পাওয়া গেছে। এ ছাড়া ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ  ইসরায়েলকে স্বীকৃতিতে প্রস্তুত সবচেয়ে বড় মুসলিম দেশ, তবে…

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, আজকের ভূমিকম্পটি ছিল গুরুতর এবং কয়েক দশকের ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী। একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান।

কামচাটকার কিছু অংশে ৩-৪ মিটার (১০-১৩ ফুট) উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভ বলেছেন, উপদ্বীপের উপকূলরেখা থেকে লোকজনকে দূরে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি ১৯.৩ কিলোমিটার (১২ মাইল) গভীরতায় আঘাত হানে, যা অগভীর ছিল এবং এর কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূল বরাবর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১২৬ কিলোমিটার (৮০ মাইল) পূর্ব-দক্ষিণ-পূর্বে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ