Thursday, July 31, 2025

ভূমিকম্পের মধ্যেও অপারেশন, চিকিৎসকদের রাষ্ট্রীয় পুরষ্কার দেয়ার ঘোষণা

আরও পড়ুন

রাশিয়ার কামচাটকায় ভূমিকম্পের সময় অপারেশন চালিয়ে যাওয়া ডাক্তারদের পুরষ্কার প্রদান করা হবে বলে এক ঘোষণায় জানিয়েছেন কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোদভ। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টা রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি এ যাবৎ রেকর্ড করা ষষ্ঠ শক্তিশালী এবং ২০১১ সালে জাপানে আঘাত হানা ভূমিকম্পের পর থেকে সবচেয়ে বড় বলে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুনঃ  থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ: কী ঘটছে, কেন ঘটছে?

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে এর কম্পনের তরঙ্গ ১০ হাজার কিলোমিটারেরও বেশি দূরে ইতালি, স্পেন, পর্তুগাল ও মরক্কোতেও শনাক্ত করা হয়েছে। ভূমিকম্পের পর হাওয়াই, উত্তর ও মধ্য আমেরিকা, নিউজিল্যান্ড পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।

ভূকম্পন এতটাই তীব্র ছিল যে, এ সময় কামচাটকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যান। হনুলুলুতে গাড়ির কারণে রাস্তা এবং মহাসড়ক আটকে যায়। এমনকি সমুদ্র থেকে দূরে থাকা এলাকাগুলোতেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি

ভূমিকম্পের ফলে পেট্রোপাভলভস্ক-কামচাটকাতে একটি কিন্ডারগার্টেনের দেয়াল ধসে পড়ে। অন্যদিকে সাখালিন অঞ্চলের উত্তর কুরিল অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এমন ভীতিকর পরিস্থিতির মধ্যেও কামচাটকার একটি হাসপাতালে এক রোগীর অপারেশন চালিয়ে যান একদল চিকিৎসক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সাহসী ওই চিকিৎসকদের রাষ্ট্রীয় পুরষ্কার দেয়ার ঘোষণা দেন কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোদভ।

এক টেলিগ্রাম বার্তায় গভর্নর বলেন, ‘আমি অনকোলজিক্যাল ডিসপেনসারির ডাক্তারদের রাষ্ট্রীয় পুরষ্কারের জন্য কাগজপত্র প্রস্তুত করার নির্দেশ দিয়েছি, যারা সবচেয়ে শক্তিশালী কম্পনের সময় অপারেশনে বন্ধ করেননি, বরং ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখেছিলেন।’

আরও পড়ুনঃ  ইসরায়েলের প্রযুক্তির বড়াই যেভাবে ধূলিসাৎ করে দিল ইরান

এদিকে ওই চিকিৎসকদের প্রশংসা করে কামচাটকা অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী ওলেগ মেলনিকভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, ভূমিকম্পের পরিস্থিতিতে অপারেশনের সময় ক্যান্সার ডিসপেনসারির ডাক্তাররা শান্ত ছিলেন এবং কম্পন বন্ধ না হওয়া পর্যন্ত রোগীর সাথে ছিলেন। অস্ত্রোপচার করা রোগীর অবস্থা এখন ভালো।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ