Thursday, July 31, 2025

ভিসির চেয়ার টেনে পদ্মা নদীতে ফেলার আহ্বান রাবি ছাত্রদলের নতুন সভাপতির

আরও পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো আপনারা এই দুর্নীতিগ্রস্ত ভিসিকে প্রশ্ন করবেন যে, তিনি কত টাকা কমিশন খেয়ে সুপারিশ দিয়েছেন। আর এটা যদি সত্য হয়ে থাকে তাহলে তার চেয়ার টেনে পদ্মা নদীতে ফেলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে নতুন কমিটি গঠন উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সুলতান আহমেদ রাহী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সবচেয়ে দায়িত্বশীল আচরণ যদি কোনো সংগঠন করে থাকে সেটা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়োগপ্রাপ্ত উপাচার্য থেকে শুরু করে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলকে সহযোগিতা করে আসছি। কিন্তু বর্তমান প্রশাসন একটি কমিশনপ্রাপ্ত প্রশাসন। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সালেহ হাসান নকীব তিনি সাধারণ শিক্ষার্থীদের রক্তের ওপর প্রতারণা করে তথাকথিত ছাত্র নেতাদের ব্যবহার করে বিভিন্ন ব্যাংক সরকারি প্রতিষ্ঠানে চাঁদার নাম করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিনা এই প্রশ্ন আমরা রাখলাম। ভিসি স্যারকে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে যে তিনি সুষ্ঠুভাবে শিক্ষা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন নাকি তথাকথিত ছাত্রনেতার ব্যাংক ব্যালেন্স ও পকেট ভারি করার দায়িত্ব নিয়েছেন।

আরও পড়ুনঃ  ‘কবরস্থানে গিয়ে দেখি কবর খালি, বাড়িতে এসে দেখি উঠানে নতুন কবর’ এলাকায় চাঞ্চল্য

তিনি আরও বলেন, ছাত্রদলের আন্তরিকতা ও ভদ্র ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি মনে করে রুয়ার মতো করে রাকসু দখল করে নেব এই রকম পরিকল্পনা থাকলে আমরা বলবে দয়া করে আপনাদের চোখে পানির ঝাপটা দিন। শতশত শিক্ষার্থী জীবন দিয়ে দেবে তবুও ষড়যন্ত্রমূলক রাকসু হতে দেবে না।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা আনন্দ মিছিল বের করেন। সেখানে রাজশাহী নগরীর বিভিন্ন ওয়ার্ড ও মহানগর শাখার নেতাকর্মীসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আ. লীগের হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছে এনসিপি নেতারা

এর আগে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) থেকে রাবির সাবেক ছাত্রনেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের উদ্যোগে আয়োজিত ‘৩৬ জুলাই: মুক্তির উৎসব’ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

এই আয়োজনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কাছে আর্থিক অনুদান চেয়ে পাঠানো চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সালেহ হাসান নকীব ‘স্ট্রংলি রিকমেনডেড’ মন্তব্য করে জোরালো সুপারিশ করেন। এ নিয়ে ওঠে সমালোচনার ঝড়।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ