Monday, August 4, 2025

স্কুলে বঙ্গবন্ধুর ছবি, প্রধান শিক্ষিকা বলছেন— অপসারণের প্রশ্নই ওঠে না

আরও পড়ুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা এটিকে দলীয় প্রভাব বিস্তারের উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে বলে দাবি করেছেন।

‎নেছারাবাদ উপজেলা বিএনপি নেতাদের অভিযোগ, সরকারি অফিস কক্ষ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা উচিত। কিন্তু এখানে কেবল একটি রাজনৈতিক দলের প্রতীকী ব্যক্তিত্বের ছবি টানিয়ে রাখা হয়েছে, যা পক্ষপাতদুষ্ট আচরণকে প্রমাণ করে।

আরও পড়ুনঃ  জুলাইয়ের উত্তাল দিনে হাসিনা-ইনান কী বলেছিলেন? গোপন কথোপকথন প্রকাশ্যে

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নেছারাবাদ উপজেলার কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর ছবি টাঙানো নেই। একমাত্র ব্যতিক্রম সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে এখনো বঙ্গবন্ধুর ছবি অফিস কক্ষে দৃশ্যমান।

‎উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম টুটুল বলেন, ১৭ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একতরফাভাবে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টানিয়েছে। এটা ইতিহাসের বিকৃতি এবং বহুদলীয় গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। আমরা এর প্রতিবাদ জানাই।

আরও পড়ুনঃ  ‘গোল্ডেন এ প্লাস’ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

‎স্কুলের সহকারী শিক্ষক মো. রেজাউল কবির বলেন, প্রধান শিক্ষকই সব সিদ্ধান্ত নেন। আমরা ছবিটি সরাতে বললেও তিনি গুরুত্ব দেননি।

‎অন্যদিকে প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিন বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। আমরা তাকে ভালোবাসি, সম্মান করি। তার ছবি অপসারণের প্রশ্নই ওঠে না।

‎এ বিষয়ে নেছারাবাদ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বেশিরভাগ বিদ্যালয় থেকে এসব ছবি সরানো হয়েছে। কিন্তু সরকারি কোনো লিখিত নির্দেশনা নেই। কেন এখনো ঐ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ছবি রয়েছে, তা প্রধান শিক্ষিকার কাছে জানতে চাওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ