যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে। ওয়াশিংটন থেকে মিউনিখগামী ফ্লাইটটি টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে সমস্যা দেখা দিলে পাইলট মহাবিপর্যয়ের (মেইডে/ডিসট্রেস কল) সংকেত ঘোষণা করেন এবং বিমানটি ডালাসে ফিরিয়ে আনেন।
সংবাদমাধ্যম সিএনএনে সোমবার (৪ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট নম্বর ১০৮ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি ওয়াশিংটন ডালাস থেকে জামার্নির মিউনিখের পথে উড্ডয়ন করে গত ২৫ জুলাই। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে যখন বিমানটি প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায়। তখন পাইলট বিমান নিয়ন্ত্রণ কক্ষে জানান, ‘ইঞ্জিন বিকল, বাম ইঞ্জিন। ইউনাইটেড ১০৮ জরুরি ঘোষণা করছে। মেইডে, মেইডে, মেইডে।’
বিমান নিয়ন্ত্রক তখন জিজ্ঞেস করেন, ‘আপনি কি ডানদিকে ঘুরে বিমানবন্দরে ফিরে আসতে পারবেন? আপনার আর বিমানবন্দরের মাঝে আর কোনো বিমান নেই।’ ফ্লাইটরাডার২৪ অনুসারে, বিমানটি সন্ধ্যা ৬টা ১১ মিনিটে উড্ডয়ন করে, তারপর একটি বৃত্তাকার পথে উড়ে আবার ডালাসে ফিরে আসে। অবতরণ করতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা।
মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি জানায়, বিমানটি অবতরণের পর ফায়ার ও রেসকিউ টিম বিমানটি পরীক্ষা করে এবং তারপর সেটিকে গেটে টেনে নেয়া হয়। অন্য কোনো ফ্লাইটে কোনো ব্যাঘাত ঘটেনি।
ইউনাইটেড এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীরা স্বাভাবিকভাবে গেট দিয়ে নেমে গেছেন। ফ্লাইটটি পরে বাতিল করা হয় এবং যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হয়।’