Thursday, August 7, 2025

এইমাএ পাওয়া: মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াত নেতা

আরও পড়ুন

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা জামায়াতের উদ্যোগে গণঅভ্যুত্থান-২০২৪ এর বর্ষপূর্তি ও ফ্যাসিস্ট কর্তৃক গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা জামায়াতে নায়েবে আমির মো. রাশেদুজ্জামান মজুমদার হঠাৎ মঞ্চ লুটিয়ে পড়েন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জামায়াতের গণমিছিল ও সমাবেশের মঞ্চে এ ঘটনা ঘটে। হঠাৎ নায়েবে আমির মাটিতে লুটিয়ে পড়ার কারণে মঞ্চের সবাই বিচলিত হয়ে পড়েন।

‎চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, প্রখর রোদ ও তীব্র গরমের কারণে ‎হিট স্ট্রোক করেছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য নগরী একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। এখনো তিনি আশঙ্কামুক্ত নন।

আরও পড়ুনঃ  যে মন্তব্যে নিয়ে দুঃখ প্রকাশ করলেন সারজিস

গণমিছিল ও সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মো. আনোয়ার সিদ্দিক চৌধুরী, উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিন আজাদ, জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, পৌরসভা জামায়াতের আমির হাফেজ আলী আকবর ও সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েল।

আরও পড়ুনঃ  সোহরাওয়ার্দীর সমাবেশ থেকে কী বার্তা দেবে জামায়াত?

‎এ সময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী কোনো দল বা পরিবারকে ক্ষমতায় দেখতে চায় না। চাই শুধু সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে। তাই সবাইকে ভোটের মাধ্যমে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ