Thursday, August 7, 2025

প্রকাশ্যে রাস্তার পাশে দুই তরুণীর মধ্যে এমন ঘটনা! শহরজুড়ে আলোচনা-সমালোচনা

আরও পড়ুন

জামালপুরে পৌর শহরে প্রকাশ্যে রাস্তার পাশে দুই তরুণীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় পাশে দাঁড়িয়ে আরেক তরুণী সহযোগিতাও করছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শহরজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় তরুণীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়।

ধারণা করা হচ্ছে, গত রোববার (৩ আগস্ট) বিকালে জামালপুর পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামের পাশে স্টেডিয়াম কলেজ রোড এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুনঃ  থানায় হামলা করে আসামি ছিনতাই, ওসিসহ আহত ২৩

এক মিনিট ৫৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কাঁধে ব্যাগ ঝোলানো এক তরুণীকে হঠাৎ করে আরেক তরুণী এসে মারধর শুরু করেন। চড়-থাপ্পর, লাথি, ঘুসি, মাথার চুল ধরে টানাটানি। এ সময় এক তরুণী বলছেন, ‘ফোন দে, ইমার্জেন্সি ফোন দে।’ মারধরের শিকার ওই তরুণীর আবার মাথার চুল টেনে ধরে ওই তরুণী বলেছেন, ‘চিনোস আমারে, ফেস টা দেখছোস, দেখ আমারে আমি কেডা।’

এ সময় মারধরের শিকার ওই তরুণী বলছেন, ‘আমি কারও টাকা নেই নাই, যার টাকা সে নিয়ে গেছে গা।’ এরপর আবারও ওই তরুণীর মাথার চুল টেনে ধরে মারতে থাকেন। আর বলতে থাকেন, ‘আমার লগে তুই দুই নাম্বারি করছিস। তোর এত সাহস কে দিছে, আবার কথা কস, টাকা বের কর..!’

আরও পড়ুনঃ  মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সলের গাড়িতে হামলা

এ সময় মারধরের শিকার ওই তরুণী কান্না করতে করতে বারবার বলতে থাকেন, আমি টাকা নেইনি।

এদিকে ওই দুই তরুণীর একজনেরও পরিচয় পাওয়া যায়নি। পরিচয় না পাওয়ায় কেন এমন ঘটনা ঘটেছে, তাও জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ভিডিওটা দেখেছি। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ