Saturday, August 9, 2025

এইমাত্র পাওয়া : এসএসসি উত্তীর্ণদের জন্য বড় সুখবর

আরও পড়ুন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে শিক্ষার্থীদের তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) মাউশি থেকে পাঠানো এক অফিশিয়াল চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, নির্ধারিত ছকে প্রতিটি বোর্ডকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত ও জিপিএ-৫ ব্যতীত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করে তথ্য পাঠাতে হবে।

আরও পড়ুনঃ  জামায়াত নেতার প্রশংসা করে যা বললেন পরিবেশ উপদেষ্টা

প্রতিবছর এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে রাজস্ব খাত থেকে বৃত্তি দিয়ে থাকে সরকার। এর মধ্যে ১ হাজার ১২৫ জন পান মেধাবৃত্তি এবং ৯ হাজার ৩৭৫ জন পান সাধারণ বৃত্তি।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৮২৫ টাকা করে এবং বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা পান। সাধারণ বৃত্তিপ্রাপ্তদের জন্য মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে ৩৭৫ টাকা এবং এককালীন ভাতা ৭৫০ টাকা।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ