Monday, August 11, 2025

ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন আল জাজিরার সাংবাদিক

আরও পড়ুন

ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে আইডিএফ।

হামলার বিষয়ে আল জাজিরার দেয়া তথ্যের বরাতে আরও জানা যায়, রোববার গাজার আল-শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে হামলা চালায় আইডিএফ। এতে আরও ৩ সংবাদকর্মীসহ নিহত হয়েছেন অন্তত ৭ জন।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসের একটি ঘাঁটিতে হামলার সময় নিহত হন ওই সাংবাদিক। তার বিরুদ্ধে হামাসের সাথে সম্পৃক্ততা ও ইসরায়েলি সেনা ও দখলদারদের ওপর হামলার পরিকল্পনার অংশ হিসেবে কাজ করার অভিযোগ তুলেছে আইডিএফ।

আরও পড়ুনঃ  পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের তারিখের বিষয়ে যা বলল ইরান

যা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে আল-জাজিরাসহ অন্যান্য বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের বহু গণমাধ্যম কর্মী।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ