Wednesday, August 13, 2025

জমির উপর বিদ্যুতের খুঁটি বা তার? সরাতে চান? জেনে নিন সহজ প্রক্রিয়া

আরও পড়ুন

অনেক জমির মালিকই এমন সমস্যায় পড়েন—জমির উপর দিয়ে চলে গেছে বিদ্যুতের খুঁটি বা বৈদ্যুতিক তার। এতে যেমন জমির ব্যবহার বাধাগ্রস্ত হয়, তেমনি ঘরবাড়ি নির্মাণ বা কৃষিকাজ করতেও দেখা দেয় নানা জটিলতা। কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না, এই খুঁটি বা তার সরানো সম্ভব এবং এর জন্য নির্দিষ্ট আবেদন প্রক্রিয়া রয়েছে।

নিচে দেওয়া হলো বিদ্যুতের খুঁটি বা তার স্থানান্তরের পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং প্রক্রিয়ার বিস্তারিত ধাপ।

কেন খুঁটি বা তার সরাতে হতে পারে?

জমিতে বাড়ি, দোকান বা স্থাপনা নির্মাণের প্রয়োজন
কৃষিকাজে বাধা সৃষ্টি
নিরাপত্তাজনিত ঝুঁকি
জমির সৌন্দর্য ও ব্যবহারযোগ্যতা বাড়ানো
আবেদন করতে যা যা লাগবে

আরও পড়ুনঃ  দেশে রাজনৈতিক সংঘাতে বিএনপির কত শতাংশ সম্পৃক্ততা জানাল টিআইবি

খুঁটি বা তার সরানোর আবেদন করার জন্য আপনাকে কিছু প্রাথমিক কাগজপত্র জমা দিতে হবে। যেমন:

জাতীয় পরিচয়পত্রের (ভোটার আইডি) ফটোকপি
এক কপি পাসপোর্ট সাইজ ছবি
সর্বশেষ বিদ্যুৎ বিলের কপি (যদি বিদ্যুৎ সংযোগ থাকে)
আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে

১. ফরম সংগ্রহ ও পূরণ

নিকটস্থ বিদ্যুৎ অফিসে (পল্লী বিদ্যুৎ সমিতি/সিটি করপোরেশন বিদ্যুৎ অফিস) গিয়ে নির্ধারিত ফরম সংগ্রহ করুন এবং পূরণ করুন।

অনেকে অনলাইন থেকেও ফরম ডাউনলোড করতে পারেন।

২. আবেদন ফি জমা দিন

সাধারণত ফি ১,৭২৫ টাকা (ভ্যাটসহ)। তবে এলাকা ও কোম্পানি ভেদে এটি ভিন্ন হতে পারে।

৩. সাইট পরিদর্শন

আরও পড়ুনঃ  ভেঙে গেছে সিন্ডিকেট, কমেছে ২০টি জরুরি ওষুধের দাম

বিদ্যুৎ অফিস থেকে একজন পরিদর্শক এসে জমি পরিদর্শন করবেন।

৪. স্থান নির্ধারণ

আপনি জানাবেন, খুঁটি বা তার কোথায় স্থানান্তর করতে চান।

৫. খরচ নির্ধারণ ও চিঠি প্রদান

পরিদর্শন শেষে অফিস থেকে একটি খরচপত্র (cost letter) দেওয়া হবে।

৬. খরচ পরিশোধ

সেই নির্ধারিত খরচ নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।

৭. ওয়ার্ক অর্ডার ও কাজ সম্পন্ন

পরে টেন্ডার বা অফিসের দায়িত্বে থাকা ঠিকাদারের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয়।

ফরম কোথায় পাওয়া যাবে?

অনলাইনে:

বিভিন্ন জেলার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে “পোল স্থানান্তর/লাইন পরিবর্তন আবেদন ফরম” পাওয়া যায়। যেমন: রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি।

সরাসরি অফিসে গিয়ে:

আরও পড়ুনঃ  সাবধান: এই নাম্বার থেকে ফোন কল এলে ভুলেও রিসিভ করবেন না!

আপনার এলাকার বিদ্যুৎ অফিসে গিয়ে ফরম সংগ্রহ করা যাবে।

গুরুত্বপূর্ণ বিষয়

প্রক্রিয়াটি কিছুটা সময়সাপেক্ষ হতে পারে।
খুঁটি অন্যের জমিতে সরাতে চাইলে তাদের আপত্তি থাকলে কাজটি হবে না।
ভিন্ন ভিন্ন বিদ্যুৎ কোম্পানির ক্ষেত্রে ফি ও নিয়ম কিছুটা ভিন্ন হতে পারে।
জমির উপর বিদ্যুতের খুঁটি বা তার থাকলে সেটা সরানো সম্ভব, তবে এর জন্য সঠিক নিয়ম জানা জরুরি। আবেদন ফরম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি জমা দিয়ে বিদ্যুৎ অফিসের সহায়তায় সহজেই এই কাজটি সম্পন্ন করা যায়। জমির উন্নয়ন বা নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে এখনই যোগাযোগ করুন আপনার এলাকার বিদ্যুৎ অফিসে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ