মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম হোসেন (৩৪) দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) ভোরে নাঈম হোসেনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার নিজ বাড়ি উপজেলার বলধারা ইউনিয়নের বড়কালিয়াকৈর গ্রামে আনা হয়। সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত নাঈম হোসেন ওই এলাকার চানবর আলীর ছেলে।
নিহতের বাবা চানবর আলী ও স্থানীয়রা জানান, বর্তমান সরকার পতনের পর নাঈম আত্মগোপনে ছিলেন। নিজেকে নিরাপদ রাখতে গত ২৯ জুলাই তিনি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়েন। কিন্তু গত ১০ আগস্ট ভোর ৬টায় দক্ষিণ আফ্রিকার সীমান্ত থেকে মাইক্রোবাসে করে মোজাম্বিক হয়ে জোহানেসবার্গ যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
আপনার মতামত লিখুনঃ