Monday, August 18, 2025

চিৎকার শুনে ছিনতাইকারীকে দৌড়ে ধরলেন সার্জেন্ট, সোনার চেইন উদ্ধার

আরও পড়ুন

রাজধানীর মোহাম্মদপুরে ডিউটিতে যাওয়ার পথে শুনে ছিনতাইকারীকে দৌড়ে ধরে সোনার চেইনসহ এক ছিনতাইকারীকে আটক করেছেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট তানবির আহমেদ।  

রোববার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া চেইনটির আনুমানিক ওজন এক ভরি দুই আনা, যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। ট্রাফিক তেজগাঁও জোনের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

পুলিশ জানায়, রোববার দুপুর ১টা ৫০ মিনিটে ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনে কর্মরত সার্জেন্ট তানবির আহমেদ বাসা থেকে ডিউটি পোস্টে যাচ্ছিলেন। কলেজগেট এলাকায় সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এক নারীর চিৎকার শুনে তিনি এক ব্যক্তিকে দৌড়াতে দেখেন। দ্রুত মোটরসাইকেল থামিয়ে তিনি ওই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে আনুমানিক ১ ভরি ২ আনা ওজনের একটি সোনার চেইন উদ্ধার করা হয়। 

আরও পড়ুনঃ  রাজধানীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

এ সময় ভুক্তভোগী মোছা. শিরিন (৪০তম বিসিএস, কৃষি ক্যাডার) ঘটনাস্থলে এসে তার চেইনটি শনাক্ত করেন। পরে আটক ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিষয়ে সার্জেন্ট তানবির আহমেদ বলেন, আমি বাসা থেকে ডিউটি পোস্টে যাচ্ছিলাম। হঠাৎ একজন নারীর গলায় ‘চোর, চোর’ বলে চিৎকার শুনতে পাই। সঙ্গে সঙ্গে বাইক ঘুরিয়ে দেখতে পাই একজন দৌড়াচ্ছে। পরে উপস্থিত জনতার সহায়তায় আমি দ্রুত তাকে আটক করতে সক্ষম হই।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ