Tuesday, August 19, 2025

‘আমরা চুনোপুঁটি ধরি, বড় একটা রুই ধরেছি আর আপনারা লেগে গেলেন’

আরও পড়ুন

সাধারণ জনগণ বা নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকার আন্তরিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী৷ একটি বেসরকারি টেলিভিশনের চেয়ারম্যানকে গ্রেফতার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, এই সরকার চুনোপুঁটিদের ধরে, রুই মাছ ছেড়ে দেয় বলে বদনাম আছে। এবার একটা রুই মাছ ধরেছে। কিন্তু সাংবাদিকরা এর পেছনে প্রশ্ন তুলছেন।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী বিরুদ্ধে মামলার ঘটনায় বাদী বলেছেন, এ ঘটনায় তার সম্পৃক্ততা নেই। তবু কেন তাকে গ্রেফতার করা হয়েছে– এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোর্টকে জিজ্ঞাসা করেন। পুলিশের অ্যারেস্ট করা অবৈধ হলে কোর্ট তাকে ছেড়ে দিলো। কোর্ট কারো কথা শোনে না। তারা তো স্বাধীন।

আরও পড়ুনঃ  এইমাএ পাওয়া: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

এ সময় তিনি বলেন, আমরা সবসময় চুনোপুঁটিগুলো ধরি। বড় রুই মাছ সবসময় ছাড়া পেয়ে যায়। বড় একটা ধরা পড়েছে, এখন আপনারা সবাই লেগে গেছেন। চুনোপুঁটি সম্পর্কে কিন্তু কেউ কিছু বলছেন না। সুতরাং নির্দোষ এমন কেউ ছোটখাটো কিন্তু তাকে ধরা হলে সে সম্পর্কে আপনারা বলেন। আপনারা সবসময় সত্য ঘটনা বলে থাকেন বলে আপনাদের ধন্যবাদ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সভায় মব জাস্টিস কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমি বলব না যে মব জাস্টিস এলিমিনেট (বন্ধ) হয়ে গেছে। এখনো মব হচ্ছে, যেমন কিছু দিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকাতে মব জাস্টিস কমেছে। কিন্তু আশেপাশে দুই-একটা মব জাস্টিস হয়েই যাচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা কমিয়ে আনা যায়।

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: যে কারণে সারাদেশে আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত

গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে এক রিকশাচালককে আটক করা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়ে প্রধান উপদেষ্টার দফতর থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে। এরপর তো আমাদের আর কোনো কথা নেই।

জাহাঙ্গীর আলম বলেন, ফুল দেওয়া নিয়ে কোনো নির্দেশনা ছিল কি না আমি জানি না। এ ব্যাপারে আপনারা (সাংবাদিক) ভালো বলতে পারবেন। আমাদের নির্দেশনা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

চাকরিবিধি অনুযায়ী ১৮ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীতে কি এরকম আরও ব্যবস্থা নেবেন—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা চলমান প্রক্রিয়া। ৬০ কর্মদিবসের বেশি অনুপস্থিত থাকলে বরখাস্ত করে দেয়, এটা চলমান প্রক্রিয়া চলতেই থাকবে।

আরও পড়ুনঃ  এইমাত্র পাওয়া: এবার ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার, কারণ জানা গেলো

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে কত সদস্য নিয়োগ দেওয়া হয়েছে এর পরিসংখ্যান তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের আগে আমরা পুলিশে ১৫ হাজার ৮৫১ জন পুলিশ সদস্য নিয়োগ দিয়েছি। বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, ৫ হাজার ৫৫১ জন আনসার, ১ হাজার ৫৫৮ জন কারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন।

উপদেষ্টা বলেন, এগুলো সব নতুন নিয়োগ। এসব পদের মধ্যে কিছু সৃজিত পদ এবং কিছু শূন্যপদ। পুলিশের এসব নিয়োগ সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত। এছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রেও কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ