জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট ঘোষণা করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ৩ মাসের মধ্যে এ রিপোর্টকে জুলাই রেভ্যুলেশন, ২০২৪ হিসেবে গেজেট জারি করার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মো. তানভীর আহমেদ জানিয়েছেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংসের রিপোর্টে ১ হাজার ৪০০ ছাত্র-জনতাকে হত্যার কথা উঠে আসে। যেহেতু আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এই রিপোর্টটি হয়েছে, তাই আমরা এটিকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণার জন্য আদালতে আবেদন করেছিলাম। আদালত এ নিয়ে রুল দিয়েছেন।
এই আইনজীবী বলেন, আজকে দু’টি রুলের নিষ্পত্তি হয়েছে। প্রথম রুলে বিচারের যে কাঠামো সেই কাঠামোতে ইতোমধ্যে সরকার ব্যবস্থা নিয়েছে এবং রিপোর্ট দেয়া হয়েছে। রিপোর্টে অ্যাটর্নি জেনারেল কতগুলো মামলা ফাইল করা হয়েছে, কোনটা প্রক্রিয়াধীন এসব প্রথম রুলের মধ্যে বলা হয়েছে। আর দ্বিতীয় রুলে আদালত জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করেছেন। সেই সঙ্গে আগামী ৩ মাসের মধ্যে এই রিপোর্টকে জুলাই রেভ্যুলেশন, ২০২৪ হিসেবে গেজেট জারি করার নির্দেশ দিয়েছেন।
জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট ঘোষণার বিষয়ে ব্রিফিংটি পুরো দেখতে এখানে ক্লিক করুন।