Friday, August 22, 2025

জাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত, যা জানা গেল

আরও পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে তিন দিনের জন্য সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বৃহস্পতিবার (২১ আগস্ট) আমার দেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সেনা মোতায়েনের বিষয়ে প্রক্টর বলেন, ‘জাকসু নির্বাচনের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। এ সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য ক্যাম্পাসের নিরাপত্তা বেষ্টনী জোরদার করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ  মিটফোর্ডের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ

পাশাপাশি নির্বাচনের দিন, এর আগের দিন এবং নির্বাচনের পরদিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের জন্য ইতিমধ্যে সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

সেনাপ্রধানের কাছে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।

তিনি বলেন, ‘আমরা ১৩ আগস্ট সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছি। নির্বাচন কমিশন থেকে আমাদের বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছিল। মূলত তার পরিপ্রেক্ষিতেই আমরা চিঠি দিয়েছি।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ