Saturday, August 23, 2025

কলকাতা সফরে এসে বাংলাদেশিদের জন্য সুখবর দিলেন মোদি

আরও পড়ুন

সংক্ষিপ্ত সময়ের জন্য কলকাতা সফরে এসে বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কলকাতা বিমানবন্দরে নেমে আর বাংলাদেশিদের ট্যাক্সি চালকদের হয়রানির শিকার হতে হবে না।

শুক্রবার (২২ আগস্ট) কলকাতা সফরে এসে বিমানবন্দর থেকে মেট্রো রুট উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।

মোদি বলেন, এখন থেকে মাত্র ৪০ টাকা খরচ করে মেট্রোরেলে বাংলাদেশি পর্যটকেরা পৌঁছে যেতে পারবেন পছন্দের গন্তব্য নিউমার্কেট, স্প্ল্যানেড কিংবা হাওড়া বা শিয়ালদহ স্টেশন।

ভাড়ার তালিকাও ঘোষণা করা হয়েছে। ন্যূনতম ভাড়া ৫ টাকা, সর্বোচ্চ ৭০ টাকা। বিমানবন্দর থেকে যশোর রোড যেতে খরচ হবে মাত্র ৫ টাকা। এসপ্ল্যানেড যেতে ৪০ টাকা, হাওড়া ৫০ টাকা, আর সেক্টর ফাইভের জন্য গুনতে হবে ৭০ টাকা।

আরও পড়ুনঃ  কুরআনের একটি আয়াত যেভাবে বদলে দিলো জাপানি বিজ্ঞানীর জীবন

এই সফরে মোদি অনুপ্রবেশকারীদের নিয়েও কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীরা আমাদের যুবাদের চাকরি ছিনিয়ে নিচ্ছে। পরিকাঠামো উন্নয়নে বাধা দিচ্ছে, নারী নির্যাতন করছে, তাদের আমরা দেশে থাকতে দেব না।

তিনি বলেন, ‘অনুপ্রবেশকারী দেশের সবচেয়ে বড় সমস্যা। বিজেপিকে ভোট দিলে অনুপ্রবেশকারী পালাবে। ভারত সরকার এজন্য এত বড় অভিযান শুরু করেছে। কিন্তু ইন্ডি জোট তুষ্টিকরণের রাজনীতি করছে। অনুপ্রবেশকে সমর্থন করছে। বাংলায় অনুপ্রবেশ সামাজিক সংকট তৈরি করছে, এটা থামাতেই হবে। এজন্য আমি লালকেল্লা থেকে ডেমোগ্রাফিক মিশনের ঘোষণা করেছি।’

আরও পড়ুনঃ  মোদিকে ফোন করলেন পুতিন, যা কথা হলো দুই নেতার

শুক্রবার বিকেলে সবমিলিয়ে তিন ঘণ্টার কিছু বেশি সময়ের জন্য কলকাতা শহরে আসেন মোদি। সংক্ষিপ্ত সফরে একসঙ্গে উদ্বোধন করেন তিনটি মেট্রো রুটের। এরপর তিনি দমদম সেন্ট্রাল জেলের মাঠে আয়োজিত জনসভায় শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি থেকে অনুপ্রবেশ, লোকসভায় ১৩০তম সংবিধান সংশোধনী বিল সহ একাধিক বিষয়ে মুখ খোলেন।

দমদম সেন্ট্রাল জেল মাঠে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ সভায় নিজের ভাষণের মোদি বলেন, ‘তৃণমূল, কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের কিছু দল ভোটব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের তোষণ করছে। এর ফলে সীমান্তবর্তী অঞ্চলের ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে, কৃষকদের জমি ও আদিবাসীদের জমি দখল হচ্ছে। দেশ এটা সহ্য করবে না। অনুপ্রবেশকারীদের তাড়াতেই হবে। আর এজন্য তৃণমূলকেও বিদায় নিতে হবে।’

আরও পড়ুনঃ  ভয়াবহ সুনামির আশঙ্কা, প্রাণহানি ঘটতে পারে ৩ লাখ মানুষের

২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন সময় পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদির এই সফরের বেশ রাজনৈতিক গুরুত্ব রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ