Saturday, August 23, 2025

বিমানে ঘুমন্ত কিশোরীকে পাশে পেয়ে সংযম হারালেন ভারতীয় ব্যবসায়ী, অতঃপর…

আরও পড়ুন

ন্যাক্কারজনক এক ঘটনা ঘটে গেছে মুম্বাই থেকে সুইজারল্যান্ডগামী বিমানের একটি ফ্লাইটে। আকাশপথেই ঘুমন্ত এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এক ভারতীয় ব্যবসায়ী। এ ঘটনায় কারাদণ্ড না হলেও সুইজারল্যান্ড থেকে বহিষ্কার করে ভারতে ফেরত পাঠানো হচ্ছে ওই ব্যক্তিকে।  

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল। 

প্রতিবেদন অনুযায়ী, ৪৪ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী আন্তর্জাতিক ফ্লাইটে ঘুমন্ত অবস্থায় ১৫ বছরের এক মেয়েকে যৌন নিপীড়নের কথা স্বীকার করেছেন। মুম্বাই থেকে জুরিখের ৯ ঘণ্টার ফ্লাইটে কিশোরিটি তার পাশে ঘুমিয়ে ছিল। কিশোরীটিকে ঘুমন্ত অবস্থায় পয়ে তিনি ‘সংযম রাখতে পারেননি’ বলে আদালতে দাবি করেছেন।

আরও পড়ুনঃ  সদ্য প্রকাশিত ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে নিজেদের বিরুদ্ধে কাজ করেছিল

ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটে গত ১৭ মার্চ। আদালতের নথি অনুসারে, ঘুমিয়ে পড়ার আগে কিশোরীটি লোকটির সঙ্গে কিছুক্ষণ কথাও বলেছিল।

জুরিখের পাবলিক প্রসিকিউটরের অফিস ফর সিরিয়াস ভায়োলেন্ট ক্রাইমের দায়ের করা অভিযোগ অনুসারে, লোকটি তার হাত দিয়ে মেয়েটির গায়ে জড়িয়ে বারবার স্পর্শ করেছিলেন। এতে শিশুটি ‘হতবাক’ হয়ে পড়ে, সে কথা বলতে বা প্রতিরোধ করতে পারেনি। সুযোগ পেয়ে লোকটি তার ঘৃণ্য কার্যকলাপ চালিয়ে যায়।

মেয়েটি যখন ঘটনাটি বুঝতে পারছিল, তখন সে সাহসের সঙ্গে একজন বিমান পরিচারিকাকে ঘটনাটি জানায়। এরপর তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়। মেয়েটিকে অন্য একটি আসনে সরিয়ে দেওয়া হয় এবং লোকটিকে পর্যবেক্ষণে রাখা হয়। বিমানটি জুরিখে অবতরণের সঙ্গে সঙ্গেই লোকটিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  বিদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করতে কূটনীতিবিদদের নিষেধ করলো যুক্তরাষ্ট্র

বিচার চলাকালীন লোকটি দোষ স্বীকার করে বলেন, তিনি মেয়েটির বয়স সম্পর্কে নিশ্চিত ছিলেন না। ‘স্বীকারোক্তিতে’ লোকটি বলেছেন, ‘আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।’ 

এদিকে ভারতীয় ওই ব্যবসায়ীকে সুইজারল্যান্ডে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং নাবালিকাদের সঙ্গে জড়িত যে কোনো কর্মসূচী বা কার্যকলাপে আজীবনের জন্য অংশ নিতে নিষেধ করা হয়েছে। তাকে ৮ হাজার ২০০ পাউন্ড আইনি খরচও দিতে বলা হয়েছে। সেইসঙ্গে লোকটিকে ভারতে ফেরত পাঠানোর জন্য সুইস মাইগ্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ