নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) রোডম্যাপটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সংসদীয় আসন পুনর্নির্ধারণ নিয়ে সচিব বলেন, “শুনানি শেষ হয়েছে, খুব শিগগির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”
এর আগে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এক বৈঠকে কমিশন রোডম্যাপ অনুমোদন করে। বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, “কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, শুধু টাইপিং বাকি।”
গত ৩০ জুলাই ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। সেখানে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি করা হয় এবং বাগেরহাটের আসন ৪ থেকে কমিয়ে ৩টি করার প্রস্তাব দেওয়া হয়।
এই খসড়ার পরিপ্রেক্ষিতে ৮৩টি আসন নিয়ে ১,৭৬০টি দাবি-আপত্তির আবেদন জমা পড়ে, যার শুনানি ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়।