Thursday, August 28, 2025

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

আরও পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ একই দিনে দুইবার পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ ঘোষিত ২৮ সেপ্টেম্বরের পরিবর্তে তিন দিন আগে ২৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।

এর আগে বুধবার দুপুর সাড়ে বারোটায় নির্বাচন ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর হবে বলে ঘোষণা দেয় রাকসু নির্বাচন কমিশন। এ ছাড়া ২৮ সেপ্টেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন হওয়া ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন, ঘোষণা যেদিন

তারা বলেন, ‘অবিলম্বে রাকসু নির্বাচনের এই তারিখ পরিবর্তন করতে হবে, ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দুধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা শুরু, আমরা যারা হিন্দু তখন আমরা ক্যাম্প্যাসে থাকব না, তাহলে আমাদের ভোটের অধিকার প্রশাসন কেড়ে নিল বটে।’

উদ্ভূত এ পরিস্থিতিতে রাতে নির্বাচনের তারিখ পরিবর্তনে জরুরি সভা আহ্বান করে রাকসু নির্বাচন কমিশন।

জানতে চাইলে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘একমাত্র হিন্দু শিক্ষার্থীদের কথা বিবেচনায় আমরা পূজার আগে নির্বাচন ডেট দিয়েছি। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।’

আরও পড়ুনঃ  কবে তফশিল, জানালো নির্বাচন কমিশন

নির্বাচনের তারিখ আবারও পিছাবে কিনা প্রশ্নে তিনি জানান, নির্বাচনের তারিখ আর পেছাবে না, আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ