নড়াইলের লোহাগড়া উপজেলার ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে টিকটক ভিডিও করেন প্রিয়া নামে ওই ক্লিনিকের এক নার্স। এ নিয়ে সংবাদ প্রকাশের পর ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করার নির্দেশ দেন।
প্রসঙ্গত, প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারে অচেতন প্রসূতির মায়ের সঙ্গে নার্স প্রিয়া টিকটক ভিডিও ধারণ করেন। বুধবার (২৭ আগস্ট) রাতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই নার্সের বিরুদ্ধে শাস্তি দাবি করেন।
ক্লিনিক সূত্রে জানা গেছে, প্রিয়া লাহুড়িয়া ইউনিয়নের শরশুনা গ্রামের বাসিন্দা এবং নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। অভিযোগ বিষয়ে অভিযুক্ত প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার ভুল স্বীকার করে ক্ষমা চান।