তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন সাংবাদিক মাহবুব কামাল। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ডিআরইউ ভবনে অবরুদ্ধ ছিলেন।
মুক্ত হওয়ার বিষয়টি নিজের ফেসবুক পেজে এক পোস্টে নিশ্চিত করেছেন মাহবুব কামাল। তিনি দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর।
ফেসবুক পোস্টে তিনি বলেন, জীবনেও আওয়ামী লীগ করি নাই। বরং ৭২ থেকে ৭৫ পর্যন্ত চরম বিরোধিতা করেছি। এরপর সব সময় বিরোধিতা, কখনও হালকা, কখনো তীব্র। অথচ তিন ঘণ্টা অবরুদ্ধ থেকে এখন মুক্ত হলাম।
হ্যাঁ, এই সেই বাঙালি যার জন্য আমরা ১৯৭১ সালে লড়াই করেছিলাম।
জানা গেছে, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন ‘৭১ মঞ্চ’ নামে একটি সংগঠনের ব্যানারে ডিআরইউতে উপস্থিত হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে। পরে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
আপনার মতামত লিখুনঃ