মুন্সিগঞ্জে ঝোপে পড়ে থাকা ব্যাটারি আর ছড়িয়ে পড়া দুর্গন্ধের সূত্র ধরে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবা থেকে ফয়সাল ঢালী (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে ডোবাতে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নিহত ফয়সাল ঢালী। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে একইদিন বিকেলে স্থানীয় একটি সড়কের ফুলতলা এলাকায় নিহতের অটোরিকশাটি দেখতে পায় পরিবারের স্বজনরা। তবে নিখোঁজ ওই কিশোরের কোন সন্ধান না মেলায় রাতে সদর থানায় লিখিতভাবে একটি নিখোঁজ ডায়েরি করেন নিহতের মা ফাতেমা বেগম। সেই সূত্র ধরেই স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল ইসলাম জানান, ব্যাটারি চুরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এমন হত্যাকান্ড ঘটানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নিহতের মরদেহ ও অটোরিকশাটি ঘটনাস্থলের কাছাকাছি স্থানে পাওয়া গেছে বলে জানিয়ে তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে নেয়া হবে পরবর্তী আইনগত ব্যবস্থা।
উল্লেখ্য, নিহত কিশোরের অটোরিকশায় থাকা চারটি ব্যাটারির মধ্যে ইজিবাইকসহ পাওয়া গেছে একটি। তবে বাকি তিনটির কোন সন্ধান পাওয়া যায়নি।