ভারতের উত্তরপ্রদেশের কানপুরের কনৌজ জেলায় ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর মৃত্যুর পর প্রথমে তার ছোট বোনকে বিয়ে করেছিলেন এক যুবক। এরপর আবার আরেক শ্যালিকাকে বিয়ে করার দাবিতে বিদ্যুতের টাওয়ারে উঠে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি করেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, রাজ সাক্সেনা নামের ওই যুবকের প্রথম বিয়ে হয় ২০২১ সালে। তবে বিয়ের এক বছরের মাথায় স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। এরপর তিনি স্ত্রীর বোনকে বিয়ে করেন।
কিন্তু দুই বছর পর সেই স্ত্রীর আরেক বোনের প্রেমে পড়েন রাজ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে স্ত্রীকে সরাসরি জানিয়ে দেন যে তিনি তার দ্বিতীয় শ্যালিকাকেও বিয়ে করতে চান। এতে রাজি না হওয়ায় হঠাৎ করেই রাজ সাক্সেনা বলিউডের জনপ্রিয় সিনেমা শোলের ভিলেন গব্বর সিংয়ের মতো বিদ্যুতের টাওয়ারে উঠে বসেন এবং উচ্চস্বরে শ্যালিকাকে বিয়ে করার দাবিতে হট্টগোল শুরু করেন।
ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ ও পরিবার ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালায় তাকে নিচে নামাতে। অবশেষে সাত ঘণ্টার চেষ্টায় রাজকে রাজি করানো হয়। পরিবারের পক্ষ থেকে তাকে আশ্বাস দেওয়া হয় যে শ্যালিকাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
টাওয়ার থেকে নামার পর রাজ সাংবাদিকদের বলেন, ‘আমার শ্যালিকাও আমাকে ভালোবাসে। তাই আমি তাকে বিয়ে করতে চাই।’
সূত্র: এনডিটিভি।