Friday, August 29, 2025

৩৫ বছর পর প্রথম ভিপি পদে লড়বেন কে এই নারী প্রার্থী

আরও পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক নারী শিক্ষার্থী। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসিন খান শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেছেন।

রাকসু নিয়ে সম্ভাবনা ও সংকট প্রসঙ্গে তাসিন বলেন, ‘রাকসু আসলে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন যেভাবে শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে লেজুড়বৃত্তিক সংগঠনগুলোর দাবির ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে, তা হতাশাজনক। বারবার তফসিল পরিবর্তন এবং নির্বাচনের তারিখ পেছানো শিক্ষার্থীদের মনে শঙ্কা তৈরি করেছে।’

আরও পড়ুনঃ  আবরার ফাইয়াজের হুঁশিয়ারি ‘কসম, শেষ দেখে ছাড়ব’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি। নারী প্রার্থী হিসেবে বিষয়টা আমার জন্য আরও ভয়াবহ হতে পারে। সাইবার বুলিং ও নিরাপত্তা নিয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু প্রার্থী নয়, ভোটাররাও অনিশ্চয়তায় আছে।’

জয়ের সম্ভাবনা নিয়ে তাসিন বলেন, ‘আমার কাজ, ইশতেহার আর কর্মকাণ্ড দেখে যদি শিক্ষার্থীরা আমাকে যোগ্য মনে করেন, তাহলে তারা নির্বাচিত করবেন। তবে নির্বাচিত হই বা না হই, উন্নয়নমূলক কাজ চালিয়ে যাব।’

আরও পড়ুনঃ  ‘কোচিং না করলে মিস আদর করে না’ অভিযোগের ব্যাখ্যা দিলো মাইলস্টোন

নারী প্রার্থী হওয়ার কারণে প্রতিবন্ধকতা প্রসঙ্গে তাসিন বলেন, ‘আমি খুব সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে আসা মেয়ে। কোনো সংগঠনের সাপোর্ট, বড় ফান্ডিং বা কর্মীবাহিনী নেই। নারী হওয়ায় বুলিং ও হ্যারাসমেন্টের শঙ্কা বেশি। তবে সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি।’

রাকসু প্রতিষ্ঠার (১৯৬২) পর থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ১৪টি নির্বাচনে কোনো নারী প্রার্থী বা নির্বাচিত ভিপি ছিলেন না। ৩৫ বছর পর আসন্ন নির্বাচনে তাসিন খানই প্রথম নারী ভিপি প্রার্থী। এ ছাড়া ছাত্রী হল থেকে আরও কয়েকজন শিক্ষার্থী শীর্ষ পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ  সবাই ভেবেছিলেন ঘুমোচ্ছেন, আদতে চিরঘুমে রিকশাচালক

সংশোধিত তফসিল অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। ১–৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ৬ ও ৭ সেপ্টেম্বর বাছাই, ৮ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ, ৯ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং ১১ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ