ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন ডাস এলাকায় স্ট্রোক করে এক রিকশাচালক মারা গেছেন। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলের দিকে ডাসের পাশে যাত্রী ছাউনির পাশে তাকে নিজ রিকশায় মৃত অবস্থায় পেয়েছেন কয়েকজন পথচারী। পরে রাত ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
রিকশাচালকের এই ঘটনাটি তুলে ধরে ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আলম তার ফেসবুকে একটি পোস্ট করেন। এতে তিনি লেখেন, প্রথমে সবাই দেখে ভেবেছে তিনি (রিকশাচালক) ঘুমোচ্ছেন হয়তো। কিন্তু সেদিক দিয়ে যাওয়া দুজন তাকে ঘুমন্ত অবস্থায় দেখে যায়। পরে আবারও সেই পথ দিয়ে ফিরতে তারা তাকে ঘুমন্তই দেখেন। এসময় সন্দেহ হওয়ায় তারা গায়ে হাত দিয়ে বুঝতে পারে তিনি মারা গেছেন।
তিনি আরও লেখেন, বর্তমানে পুলিশ ও প্রক্টরিয়াল বডির দায়িত্বে আছে লাশ। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ চেষ্টা করছে।
এ বিষয়ে ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর জানান, আমাদের ফোর্স ঘটনাস্থলে রয়েছে। এখনো তার কোনো পরিচয় পাওয়া যায়নি।