Channel 24
রাজনীতি
A-AA+
ওসমান হাদীর পোস্টে সারজিসের কমেন্টস ভাইরাল
চ্যানেল 24 ডেস্ক
প্রকাশিত : ২০:৫৮, ২৯ আগস্ট ২০২৫ | আপডেট: ২১:০৩, ২৯ আগস্ট ২০২৫
facebook sharing buttontwitter sharing buttonemail sharing buttonwhatsapp sharing buttonlinkedin sharing button
ওসমান হাদীর পোস্টে সারজিসের কমেন্টস ভাইরাল
এনসিপির সারজিস আলম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সামনের সারির সংগঠক শরিফ ওসমান হাদীর ফেসবুক পোস্টে একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে হাদীর এক পোস্টে কমেন্ট করে সারজিস লিখেন, এ লড়াই আপনার একার নয়। এ লড়াই আমাদের সবার।
এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে শরিফ ওসমান হাদী তার ফেসবুক পোস্টে লেখেন, মঞ্চ ৭১-কে ধন্যবাদ। তারা পাঁচ দফার প্রথম দফায় রাষ্ট্রদ্রোহী হিসেবে আমাকে গ্রেপ্তার করতে বলেছে। এবার আমরা ইনকিলাব মঞ্চ লড়াইয়ের সেকেন্ড ফেইসে প্রবেশ করলাম।
আরও পড়ুন:
ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন
হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম
তাড়াহুড়ো করে গুম প্রতিরোধ আইনের খসড়া তৈরিতে জাতিসংঘের উদ্বেগ
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দিল্লির সেবাদাস ও গণহত্যাকারীদের এমন জানের শত্রু হতে পারাটাই সারা জীবনের শ্রেষ্ঠ সম্মান। জন্মভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমার জান ও জবানকে আল্লাহর কাছে অনেক আগেই সঁপে দিয়েছি।
জাতির উদ্দেশে এক আবেগঘন বার্তায় তিনি লিখেন, আল্লাহ আমারে নিয়া গেলে আমার ইনকিলাবের পাগল ভাই-বোনগুলোরে আপনারা একা ছাইড়া দিবেন না। ওদের কলিজায় আগলাইয়া রাইখেন। নিজের জীবনের চেয়েও ওরা এই লড়াইকে বেশি ভালোবাসে।
শেষে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, দেহে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত লড়াই চলবে। জান দিবো, জুলাই দিব না।