Saturday, August 30, 2025

নুরের ওপর হামলা চালানো কে এই লাল টি-শার্ট পরা যুবক? পরিচয় জানলে অবাক হবেন

আরও পড়ুন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগবিরোধী মিছিল চলাকালীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ সময় মারাত্মকভাবে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। লাল রঙের শার্ট পরা এক যুবক নুরকে নির্দয়ভাবে আঘাত করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে এই ঘটনার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, লাল টি-শার্ট পরা এক যুবক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বেধড়ক মারধর করছেন। এই ঘটনায় তীব্র সমালোচনার পর পুলিশ এখন ওই যুবককে শনাক্ত করার জন্য কাজ শুরু করেছে।

আরও পড়ুনঃ  চেকের মা*মলা করতে হলে যেসব ডকুমেন্টস সংগ্রহে রাখা প্রয়োজন

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন, ‘ভিডিওতে দেখা ওই ব্যক্তি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দ্বারা একসময় আটক হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা দ্রুত তাকে শনাক্ত করার চেষ্টা করছি।’

গণঅধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, মিছিলে জাতীয় পার্টির কর্মীরা হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাতে কাকরাইলে মশাল মিছিলও বের হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, প্রথমে পুলিশ ও সেনা আমাদের ওপর হামলা চালায়। নুর মাটিতে পড়ার পর লাল টি-শার্ট পরা ওই যুবক বেধড়ক মারধর শুরু করে। এটি তদন্ত করা জরুরি, এবং যারা হামলা করেছে, তাদের আইনের আওতায় আনা হবে।’

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজঃ প্রকাশ্যে এলো বিধ্বস্ত বিমানটির দুর্ঘটনার কারণ

বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ফটো ও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে- গাঢ় লাল রঙের শার্ট পরা একটা লোক নুরুল হক নুরকে নির্দয়ভাবে আঘাত করছে। কে সেই বেপরোয়া হামলাকারী? তার পরিচয় বের করে ধরতে পারলে অনেক কিছুই জানা যাবে।’

তিনি লেখেন, ‘জানা যাবে কারা খুব পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত ও নিয়ন্ত্রণহীন করতে চাইছে। তাদের উদ্দেশ্যই বা কী?’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ