Sunday, August 31, 2025

জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট নিয়ে যা জানালেন ফখরুল

আরও পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি ইঙ্গিত দেন, বেশ কয়েকটি ইসলামি দল সঙ্গে থাকবে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান মির্জা ফখরুল। বৃহস্পতিবার দুপুরে সাক্ষাৎকারটি নিয়েছেন সিনিয়র রিপোর্টার তারিকুল ইসলাম।

কোনো জোট বা নির্বাচনি সমঝোতা করবে কি বিএনপি?- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের তফশিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

আরও পড়ুনঃ  সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতকে সমাবেশের অনুমতি — মুক্তিযুদ্ধের ইতিহাসে কালিমা লেপন বলছে ছাত্র ইউনিয়ন

ইসলামী দলও কি জোটে থাকবে?- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির সমমনা হিসাবে অনেক ইসলামি দল তো আছে।’

জোট হলে সেখানে জামায়াতে ইসলামীকে দেখা যাবে কি?- এ প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব সাফ জানিয়ে দেন, ‘কোনো সম্ভাবনা নেই।’

সাক্ষাতকারে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয়, সমমনাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা?- জবাবে তিনি বলেন, ‘এ নিয়ে এখনো আলোচনা হয়নি। আরও সময় লাগবে।’

একপর্যায়ে বিএনপি মহাসচিবের কাছে জানতে চাওয়া হয়- মৌলবাদ, উগ্রবাদ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। ডানপন্থিদের উত্থান নিয়ে কথা বলেছেন। এ ধরনের কোনো শঙ্কা দেখছেন?- জবাবে তিনি বলেন, ‘এরা আগে ছিলই না। ধীরে ধীরে এরা বেরিয়ে আসছে। কর্মসূচি করছে, প্রোগ্রাম করছে। এটাই তো হচ্ছে উত্থান। এটাকে যদি এখনোই প্রতিরোধ করা না যায়, এরা যদি সংখ্যায় বাড়ে, তখন তো বড় রকমের ভায়োলেন্স, বড় রকমের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ