নীলফামারীর সৈয়দপুরে জামায়াত ইসলামীর কর্মিসভায় অংশ নিয়ে ১১ জন সনাতন ধর্মাবলম্বী দলটির অমুসলিম শাখায় যোগদান করেছেন। গত ৩০ আগস্ট শনিবার রাতে উপজেলার বাঙালিপুর ইউনিয়নে আয়োজিত ওই সভায় যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।
জানা গেছে, দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে বাঙালিপুর ইউনিয়নে সনাতন জনগোষ্ঠীর মধ্যে দলীয় প্রচারণা চালান জামায়াতের নেতাকর্মীরা। এ সময় ১১ জন সনাতন ধর্মাবলম্বী জামায়াতের সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান।
জামায়াতে যোগদানকারীরা হলেন শ্রী বিসনু, প্রশান্ত পাল, শ্রী ধীমন, শ্রী বিপ্লব কুমার, শ্রী সুশান্ত, অনিমেষ, দীপক, ঋষিকেষ, জয়দেব, অরুণ রায়, শ্রী মনোরঞ্জ প্রমুখ।
জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি সমর্থন জানানো শ্রী বিপ্লব কুমার জানান, জামায়াতে বলা আছে আল্লারহ আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই আইন যদি বাস্তবায়ন হয় তবে কোন চুরি, রাহাজানি, চাঁদাবাজি থাকবে না। জামায়াত সেই কাজটা করতে চায়। এরকম শাসন চলে আসলে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই শান্তিতে থাকবে পারবো। তাই আগামী নির্বাচনে আমরা জামায়াতের পাশে থাকবো।
শ্রী বিসনু নামের অপর একজন বলেন, আমাদের ইউনিয়নে বহু দিনের জমি সংক্রান্ত ঝামেলা মিটিয়েছেন স্থানীয় জামায়াতের নেতারা। বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গেছি, টাকাও খরচ করেছি, কিন্তু কোনো সমাধান পাইনি। দলটির নেতাদের ন্যায়বিচার দেখে মুগ্ধ হয়ে জামায়াতে যোগদান করেছি।
ওই কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ মাযহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রেজওয়ানুল হাসান, বাঙালিপুর ইউনিয়ন জামায়াতের আমির জয়নাল আবেদীন প্রমুখ।
জামায়াতের এমপি প্রার্থীরগণসংযোগ এদিকে একই দিন রাতে সৈয়দপুর শহরে নির্বাচনি গণসংযোগ করেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম।
গণসংযোগকালে আব্দুল মুনতাকিম উপস্থিত সকলের উদ্দেশে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইন বাস্তবায়ন চায়। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সব সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাদিম, সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।