‘এটা গরিবের রাষ্ট্র তো না, দরিদ্রের রাষ্ট্র না, এটা গণমানুষের রাষ্ট্র না, এটা এলিটের রাষ্ট্র। এই এলিটের রাষ্ট্র ভেঙে দেব এবং এটাই আমার লক্ষ্য।’ সম্প্রতি এক টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেছেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য।
পিনাকী বলেন, ‘বডি সোহেলের মধ্যে কী মধু আছে প্রফেসর ইউনূসকে ডাকতে হবে আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না। কোথাও ডাকছে মাহমুদুর রহমানকে? কোথাও এঙ্গেজ করছে? করেনি। দেবপ্রিয়কে এঙ্গেজ করে সে, অমুককে করে, তমুককে করে। আর একটা করে ঝামেলা করে সেই ঝামেলাগুলো আমরা সামলাই। প্রফেসর ইউনূসের কোনো মিডিয়া আছে?’
তিনি বলেন, ‘এক বছরে তার বন্ধুর ছেলে, অমুকের ছেলে, তমুকের ছেলে, গ্রামীণ ব্যাংক, যাকে চিনে, যে তার বন্ধু তাদের নিয়ে কাজ করছে। সে স্বীকারও করছে যে তখন পাইনি, যাদেরকে পাইছি তাদেরকে নিয়েই করছি। তারপর এক বছর চলে গেল। এর মধ্যে রিভিউ করতে পারল না?’
পিনাকী আরো বলেন, ‘রাষ্ট্র নিয়ে, সংস্কার নিয়ে, সরকার নিয়ে আমাদের একটা চিন্তা আছে না? প্রফেসর ইউনূস সরকারের সংস্কার কমিশন আমাদের সঙ্গে বসে আধা ঘণ্টা কথা বলছে? আমরা তো এতদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি। যেরকমই করি, যতটুকুই করি— আগামীর রাষ্ট্রটা নিয়ে, সংস্কার নিয়ে, সংবিধান নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে, কেউ কিছু বলেনি। আমাদের মাথায় বুদ্ধি নাই? আমরা লেখাপড়া করি না? নাকি আমরা পার্ট অফ রেভুলেশন না?