নরসিংদীর শিবপুরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (পিআইও) অধীন গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (টিআর-কাবিখা) অর্থ আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন— ওই অফিসের কার্য সহকারী (প্রজেক্ট) আরিফুল ইসলাম তুহিন ও পিওন আশিক। এ সময় তুহিনের বাসা থেকে প্রকল্পের ৫২ লাখ টাকা জব্দ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার রাতে গোয়েন্দা সংস্থা (এন এসআই) তুহিনের বাসায় অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করে।
পিআইও অফিস সূত্রে জানা যায়, তুহিন ও আশিক প্রকল্পের ভুয়া বিল-ভাউচার তৈরি করে এবং পিআইও’র স্বাক্ষর জাল করে ৫২ লাখ ৭৮ হাজার টাকা উত্তোলন করেন। গত ১৫ জুন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিআর-কাবিখা প্রকল্পের ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দেন। বাজেট না থাকায় ৮১টি বিল ফেরত আসে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে গোয়েন্দা সংস্থা এন এসআই গোপনে অনুসন্ধান শুরু করে। ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পিআইও অফিসের এই দুই কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন ও আশিক স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের কথা স্বীকার করেছেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসাইন জানান, এ বিষয়ে একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুদক মামলা করবে।