Monday, October 6, 2025

ঘড়ে বসেই নতুন ভোটার আইডি কার্ড অনলাইনেই ডাউনলোড করুন

আরও পড়ুন

জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি) শুধু পরিচয়ের প্রমাণ নয়—এটা ছাড়া পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ-নগদ ব্যবহার থেকে শুরু করে মোবাইলের সিম কিনতেও ঝামেলায় পড়তে হয়।

আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন এবং ছবি ও আঙুলের ছাপ দিয়ে এসেছেন, কিন্তু এখনো কার্ড হাতে পাননি, তাহলে চিন্তার কিছু নেই। এখন বাড়িতে বসেই অনলাইনে আইডি কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন।

চলুন ধাপে ধাপে জেনে নিই কিভাবে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন মাত্র কয়েক মিনিটে।

কী লাগবে
Ad

– ভোটার নিবন্ধনের সময় পাওয়া ফরম নম্বর (যার শুরুতে NIDFN লিখতে হবে)

আরও পড়ুনঃ  র‌্যাব পরিচয়ে প্রতারণার সময় শ্রমিক দল নেতাসহ গ্রেফতার ৩জন

– জন্মতারিখ

– নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বর

– স্মার্টফোনে NID Wallet App (ফেস ভেরিফিকেশনের জন্য)

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে:

১. প্রথমে ওয়েবসাইটে যান: https://services.nidw.gov.bd/nid-pub/

২. Register বা ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করুন।

৩. প্রয়োজনীয় তথ্য দিন:

– ফরম নম্বর (যেমন: NIDFN123456789)

– জন্মতারিখ

– নিচে থাকা ভেরিফিকেশন কোডটি লিখে Submit করুন।

৪. ঠিকানা দিন: আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা লিখুন।

৫. মোবাইল নম্বর ভেরিফাই করুন:

– আপনার মোবাইলে একটি OTP (একবার ব্যবহারযোগ্য কোড) যাবে।

– এই কোডটি দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করুন।

আরও পড়ুনঃ  ঋণ করে মিনারুলের চল্লিশা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

– প্রয়োজনে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন।

৬. ফেস ভেরিফিকেশন করুন:

– এবার আপনাকে ফেস ভেরিফিকেশন করতে বলা হবে।

এজন্য আপনার মোবাইলে NID Wallet App থাকতে হবে। অ্যাপে গিয়ে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে ফেস স্ক্যান করুন।

৭. কাজ শেষ! এখন ড্যাশবোর্ডে প্রবেশ করুন।

ভেরিফিকেশন শেষ হলে আপনি NID সেবা ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। নিচের দিকে Download অপশন থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের PDF কপি ডাউনলোড করতে পারবেন।

কিছু গুরুত্বপূর্ণ টিপস

– ফরম নম্বর না থাকলে নিবন্ধনের সময় মোবাইলে আসা SMS-এ দেওয়া ID নম্বর ব্যবহার করতে পারেন।

আরও পড়ুনঃ  ছড়িয়ে পড়েছে মিশা সওদাগরের মৃত্যুর খবর, যা জানা গেল

– ফেস ভেরিফিকেশন না করলে ডাউনলোড সম্ভব নয়।

– ডাউনলোড করা কপি সরকারি কাজে প্রাথমিকভাবে ব্যবহার করা যায়, তবে স্মার্ট কার্ড পেতে কিছু সময় লাগতে পারে।

সমস্যায় পড়লে কী করবেন?

ওয়েবসাইটে লগইন করতে সমস্যা হলে আবার চেষ্টা করুন বা লোকাল ইসি অফিসে যোগাযোগ করুন। প্রয়োজনে NID Helpline (১০৫)–এ ফোন করে সহায়তা নিতে পারেন।

জাতীয় পরিচয়পত্রের ডিজিটাল কপি এখন হাতের মুঠোয়। আর অপেক্ষা নয়—আপনার আইডি এখন নিজেই ডাউনলোড করুন, নিরাপদ থাকুন, সচেতন থাকুন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ