Thursday, July 3, 2025

শিক্ষিকার যৌন লালসার শিকার ছাত্র, অতঃপর…

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি মর্যাদাপূর্ণ চার্টার স্কুলের এক শিক্ষিকা তার ১৬ বছর বয়সী ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছেন। এ অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি। ওই শিক্ষিকা এক সহকর্মীকে ছাত্রের সঙ্গে তার সম্পর্কের কথা জানান। এরপরই ঘটনা প্রকাশ পায়। ফলে পুলিশকে জানানো হয় বিষয়টি। এ খবর দিয়ে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট বলছে, অভিযুক্ত শিক্ষিকার নাম জোসেলিন সানরোমান । তার বয়স ২৬ বছর। তিনি পন্টিয়াক শহরের বাসিন্দা। তিনি থার্ড-ডিগ্রি ক্রিমিনাল ‘সেক্সুয়াল কন্ডাক্ট’-এর অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এ অপরাধের সর্বোচ্চ সাজা ১৫ বছর কারাদণ্ড। খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে ২০২৩ সালে। ওই সময় সানরোমান ওয়াটারফোর্ড টাউনশিপের ওকসাইড প্রিপারেটরি একাডেমি নামের একটি চার্টার স্কুলে শিক্ষকতা করছিলেন। স্কুলটি ডেট্রয়েট শহরের কেন্দ্র থেকে প্রায় ৩০ মাইল দূরে অবস্থিত এবং ‘নৈতিক মূল্যবোধের ওপর জোর’ দেয়ার জন্য পরিচিত।

আরও পড়ুনঃ  নারীর আবেগে রাজনীতি, মোদির সিঁদুর কৌশলে সরব সুনায়না চৌটালা

প্রসিকিউটরদের ভাষ্যমতে, সানরোমান নিজেই এক সহকর্মী শিক্ষককে তার ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা জানান। ওই শিক্ষক বিষয়টি গোপন না রেখে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ওকল্যান্ড কাউন্টির প্রসিকিউটর কারেন ম্যাকডোনাল বলেন, অভিযুক্ত শিক্ষিকা তার ক্ষমতার অপব্যবহার করে একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এটা অত্যন্ত গুরুতর বিশ্বাসভঙ্গ। একজন সাবেক শিক্ষিকা হিসেবে আমি এই সাহসী সহকর্মীকে ধন্যবাদ জানাই। তিনি সময়মতো পুলিশকে বিষয়টি জানিয়ে অন্য শিক্ষার্থীদের রক্ষা করেছেন।

আরও পড়ুনঃ  নতুন করে ইসরায়েলে হামলা, দেশজুড়ে সতর্কতা জারি

সোমবার সকাল পর্যন্ত সানরোমানকে আদালতে হাজির করা হয়নি। তবে ওকল্যান্ড কাউন্টির ডেপুটিরা তার মাগশট (গ্রেপ্তারের ছবি) প্রকাশ করেছে। এই অভিযোগ প্রমাণিত হলে সানরোমানের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ওকসাইড প্রিপারেটরি একাডেমি, ন্যাশনাল হেরিটেজ একাডেমিজের অংশ। তারা ‘মোরাল ফোকাস’ প্রোগ্রামের জন্য পরিচিত। স্কুলের ওয়েবসাইট অনুসারে, এই প্রোগ্রামের লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের সঠিক ও ভুলের পার্থক্য বোঝাতে সহায়তা করা। এই প্রতিষ্ঠানের একজন শিক্ষকের বিরুদ্ধে এমন ভয়াবহ অভিযোগ তাদের ‘নৈতিক শিক্ষাদান’ নীতিকে গভীর প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ