Monday, August 18, 2025

হঠাৎ যে কারণে খুশিতে নাচছেন শেখ হাসিনা জানালেন : রনি

আরও পড়ুন

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ‘রাজনীতি থেকে আওয়ামী লীগের আলোচনা কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, ফ্যাসিস্টকে আর ফিরে আসতে দেওয়া হবে না। আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে বিদায় করার জন্য ১৬টি বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে। আগামীতে যদি কোনো ফ্যাসিস্টের উদ্ভব হয় সে ক্ষেত্রে জাতিকে যেন ১৬ বছর অপেক্ষা করতে না হয়।

এ জন্য যেভাবে সংস্কার দরকার সবই তিনি করবেন।’
‘আওয়ামী লীগ ভালো হবে না! ফিরে আসবে ভয়ংকরভাবে! হঠাৎ খুশিতে নাচছেন শেখ হাসিনা!’ শিরোনামে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  জাতীয় সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন

গোলাম মাওলা রনি বলেন, ‘প্রধান উপদেষ্টার যারা সহযোগী রয়েছেন তাদের মুখে এনসিপি বা বিএনপি নিয়ে কোনো কথাবার্তা নেই। তাদের মুখে কেবল আওয়ামী লীগ, শেখ হাসিনা আর ফ্যাসিস্ট।

এগুলোর ফল কী হতে পারে? মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে, সেটা হলো যেকোনো প্রচার যাকে নিয়ে করা হয়, সেটা শেষ পর্যন্ত তার পক্ষে চলে যায়। এই বিষয়টি আওয়ামীবিরোধীদের মধ্যে ভয় তৈরি করছে।’
তিনি বলেন, ‘ইউটিউব-ফেসবুকে আওয়ামীবিরোধী পরিচিত মুখ ৫-৬টি। তাদের মোকাবেলার জন্য আওয়ামী লীগের ৫০০-৬০০ মুখ হাজির।

আরও পড়ুনঃ  তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগানের পরিণতি ভালো হবে না: রনি

তারা আওয়ামী ন্যারেটিভ তৈরি করছে। অনেককে হুমকি দিচ্ছে।’
তিনি আরো বলেন, ‘এটা এমন ভয়ংকর অবস্থায় পৌঁছে গেছে যে স্বয়ং প্রধান উপদেষ্টা জাতিসংঘের এক কর্মকর্তার কাছে অপতথ্য বন্ধের জন্য সহযোগিতা কামনা করেছেন। তিনি মেটার কাছেও সহযোগিতা চেয়েছেন।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ