Sunday, August 3, 2025

তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগানের পরিণতি ভালো হবে না: রনি

আরও পড়ুন

তারেক রহমানকে নিয়ে সম্প্রতি রাজপথে যে ধরনের অশ্লীল, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে, তার কড়া প্রতিক্রিয়া হতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

আজ শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “যারা টিনের চালে কাওয়া তারেক রহমান…, ১২৩৪ তারেক রহমানের…, কিংবা ‘চাঁদা দেই পল্টনে, চলে যায় লন্ডনে’— এমন অশালীন স্লোগানে রাজপথ, এমনকি বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় কাঁপাচ্ছেন, তাদের নেতাদের বিরুদ্ধেও যদি ছাত্রদল ও যুবদল একই ধরণের পাল্টা স্লোগানে নামে, তাহলে রাজনীতি আর শুধু স্লোগানে সীমাবদ্ধ থাকবে না।”

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে এনসিপি নেতাদের উদ্ধার প্রসঙ্গে সেনাসদরের বক্তব্য

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, “এভাবে চলতে থাকলে অতীতের মতো খুর, চাপাতি, রামদা, রগকাটা, কাঁটা বন্দুক, গুলি, বোমার অধ্যায় পেরিয়ে একে-৪৭, স্নাইপার দিয়ে নতুন সহিংসতার অধ্যায় শুরু হতে পারে।”

গোলাম মাওলা রনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এতে করে সবচেয়ে বেশি লাভবান হবে সেই চক্র, যারা চায় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে জাতিসংঘের শান্তি রক্ষী পাঠাতে চায়।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ