Friday, July 4, 2025

কাল বিয়ে আজ এসেই আটক নিষিদ্ধ সংগঠনের নেতা

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতা কর্মীরা। আটকৃত ছাত্রলীগ নেতার নাম শরিফুল ইসলাম সাজিদ। তিনি একাউন্টস এন্ড ইনফরমেশন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩ জুলাই) নিজ বিভাগ থেকে আটক করা হয় তাকে।

জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই নেতা বিভাগে রিটেক পরীক্ষার জন্য এসেছিলেন। এসময় ছাত্রদলের নেতারা খবর পেয়ে সেখানে গিয়ে তাকে আটক করেন। এসময় তার সঙ্গে ছাত্রদল নেতাদের ধস্তাধস্তি হয়।

আরও পড়ুনঃ  যে কারণে আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছাত্রদল নেতাদের অভিযোগ, পরিকল্পনা করেই ক্যাম্পাসে প্রবেশ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম সাজিদ। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সাজিদ ইসলাম’ নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে লেখা হয়, ‘কাল থেকে একদল তরুণের প্রবেশ হবে যাদের হারানোর কিছুই নেই, না একটা গোঁছানো রুম, না সম্মান, না বন্ধু, না কোনো আপনজন, না সার্টিফিকেট। কিছুই নাই, নাই ভয়, নাই লজ্জা, নাই আবেগ, নাই দরদ। তারা হবে নির্ভীক, তারা হবে ভয়ংকর সুন্দর!’

আরও পড়ুনঃ  বাবাকে জড়িয়ে ধরতে সন্তানের আকুতি শুনে কাঁদলেন তারেক রহমান

তবে এই পোস্ট সম্পর্কে সাজিদ জানান, ‘আইডিটি আমার নয়। আমি এমন কোনো পোস্ট করিনি। আগামীকাল আমার বিয়ে, তাই আগামী সপ্তাহে আসতে পারব না বলে আজ এসেছি। আমি এসেছিলাম রিটেক পরীক্ষার জন্য আবেদন করতে।’

ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খাঁন বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সময়ে তারা আমাদের উপর নির্মম জুলুম-নির্যাতন করেছে। আমাদের বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে নির্যাতন করেছে। তার উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে প্রশাসনকে।’

আরও পড়ুনঃ  ২ লাখ টাকা চুক্তিতে প্রবাসীর স্ত্রীকে হ'ত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য দিলেন পুলিশ

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘ছাত্রদলের কিছু নেতাকর্মীরা ছাত্রলীগের একাউন্টিং বিভাগের সেক্রেটারিকে ধরে নিয়ে আমাদের প্রক্টর অফিসে নিয়ে আসে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা থাকায় আমরা তাকে পুলিশের হাতে সোপর্দ করি।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ