Monday, August 18, 2025

নানকের সঙ্গে হাসিনার ফোনালাপ ফাঁস, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

ভারতে পলায়নের পর থেকে একের পর এক ফাঁস হচ্ছে শেখ হাসিনার ফোনালাপ। জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ফাঁস হওয়া তেমনই একটি ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বলে আখ্যায়িত করেছেন।’ এও বলেন, এই দলটিকে তার আর দরকার নেই।

সোমবার (১৭ আগস্ট) প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অডিও রেকর্ডটি পোস্ট করেছেন। ৫ মিনিট ২৬ সেকেন্ডের ফোনালাপটিতে শেখ হাসিনা এমন হুঁশিয়ারিও দেন, ‘এবার আমি একটারেও ছাড়ব না।’

আরও পড়ুনঃ  তাহমিদের কবরের পাশে ‘কালো জাদুর’ রহস্যময় জিনিস, এলাকায় আতঙ্ক

শেখ হাসিনা ও জাহাঙ্গীর কবির নানকের ফাঁস হওয়া এই ফোনালাপটি গত বছরের জুলাইয়ের, যখন দেশজুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

সেই ফোনালাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা।’ অপর পাশ থেকে নানক বলেন, ‘জি বলব।’

তারপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন, ‘মোহাম্মদপুরের বিহারী পট্টির লোকদের ভূমিকা কী?’ নানক বলেন, ‘ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও (সেন্টু) তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই গুটি কয়েক ছেলে, এই ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা।’

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: সেনা কল্যাণ ভবনে আগুন, তারপর...

আওয়ামী লীগের এই নেতা এরপর বলেন, ‘কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে।’ জবাবে শেখ হাসিনা নানককে ধকম দিয়ে বলেন, ‘চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। ওদের নিয়ে আর কী করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়ব না।’

অপর পাশ থেকে নানক বলেন, ‘একেবারে ছাইকা ফেলতে হবে, আপা।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ