Monday, August 18, 2025

ফিলিপাইনের নকল ওষুধ বিক্রি করায় লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা

আরও পড়ুন

খুলনায় বিদেশি কোম্পানির নাম করে নকল ওষুধ বিক্রির দায়ে লাজফার্মা রয়েল মোড় শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

জানা যায়, মে মাসে চর্মরোগের একটি ওষুধ বিক্রি করা হয় সাইফুল্লাহ রাব্বি নামে এক ব্যক্তির কাছে। যেটিকে বিদেশি ওষুধ বলে বিক্রি করে লাজফার্মা। পরে ভোক্তা অধিকারের অনুসন্ধানে দেখা যায়- এটি কোনো বিদেশি ওষুধ নয় বরং ঝিনাইদহ জেলার ‘এডোরাবেলা হেলথ কেয়ার’-এর পণ্য। যা বিক্রির জন্য মার্কেটে অনুমোদিত নয়। এমন সুনির্দিষ্ট অভিযোগে সোমবার বিকেল ৪টায় লাজফার্মার রয়েল মোড় শাখায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা।

আরও পড়ুনঃ  যে কারণে মিটফোর্ডে ‘শাটডাউন’ ঘোষণা

সেখানে বিএসটিআই অনুমোদনহীন এই নকল ওষুধ পাওয়া যায় কয়েক কার্টন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪৪ ও ৫০ ধারায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

উপপরিচালক মো. সেলিম বলেন, কিছুদিন আগে লাজফার্মার এই শাখা থেকে ‘ইচিং রিলিফ’ লোশন নামে একটি অয়েনমেন্ট বিক্রি করা হয়। যেখানে এটিকে ফিলিপাইনের পণ্য হিসাবে সাইফুল্লাহ রাব্বি নামে এক ভোক্তার কাছে বিক্রি করা হয়। অথচ এটি বাংলাদেশের ঝিনাইদহের একটি প্রতিষ্ঠান থেকে প্রস্তুত করা বলে আমরা নিশ্চিত হয়েছি। যে কারণে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ  সমন্বয়কের স্বামীকে চোখে গুলি করে হত্যার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির

এর আগে ২০২১ সালের ১৮ মে লাইসেন্সবিহীন ওষুধ রাখার দায়ে লাজফার্মার এই শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ