Monday, August 18, 2025

লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা, যেভাবে ধরা পড়ল নকল ওষুধ বিক্রির প্রতারণা

আরও পড়ুন

খুলনায় নকল ওষুধ বিক্রির অভিযোগে নগরীর রয়্যাল মোড়ে অবস্থিত লাজ ফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে জরিমানা অর্থ পরিশোধ করেছে ওষুধটি সরবরাহ প্রতিষ্ঠান অ্যাডোরোবেলা হেলথ কেয়ার।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. সেলিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, গত মে মাসে লাজ ফার্মা থেকে চর্মরোগের একটি বিদেশি মলম কিনে প্রতারিত হন এক ভোক্তা। পরে তিনি ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন। বিষয়টি লাজ ফার্মাকে জানালে তারা জানায়, ওষুধটি সরবরাহ করেছে অ্যাডোরোবেলা হেলথ কেয়ার। সোমবার ওই প্রতিষ্ঠানের এক কর্মী পুনরায় ওষুধ সরবরাহ করতে এলে লাজ ফার্মা কর্তৃপক্ষ ভোক্তা অধিদপ্তরকে খবর দেয়। পরে অভিযান চালিয়ে নকল ওষুধ সরবরাহের সত্যতা পাওয়া যায়। এ সময় নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজ ফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে জরিমানার টাকা পরিশোধ করে অ্যাডোবেলো হেলথ কেয়ার।

আরও পড়ুনঃ  অপরাধের শীর্ষে এখন ৩ শহর ভয়ে মুখ খুলছেন না অনেকেই

ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সেলিম বলেন, দীর্ঘদিন ধরে অ্যাডোরোবেলা হেলথ কেয়ার বিভিন্ন ফার্মেসিতে নকল ওষুধ সরবরাহ করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযানে বিষয়টি প্রমাণিত হয়েছে। এজন্য লাজ ফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, নকল এ ওষুধ শরীরে নানা ধরনের রোগ ছড়িয়ে দিতে পারে। তাই অন্য কোনো ফার্মেসিতে এ ওষুধ মজুদ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অ্যাডোরোবেলা হেলথ কেয়ারের মেডিকেল প্রমোশন অফিসার তানভীর আহমেদ বলেন, নকল ওষুধটি সম্পর্কে আমার জানা ছিল না। আমরা এখন সরবরাহ বন্ধ রেখেছি।

আরও পড়ুনঃ  রাজনীতি ছেড়ে দিতে ২ জামায়াত নেতাকে চিঠি দিয়ে হুমকি, যা লিখা আছে

লাজ ফার্মার ম্যানেজার মঈন উদ্দিন জানান, গ্রাহকের অভিযোগ পাওয়ার পর আমরা গত দুই মাস ধরে ওষুধটি গুদামে বন্ধ করে রেখেছিলাম। আজ প্রতিষ্ঠানটির প্রতিনিধি সরবরাহ করতে এলে আমরা ভোক্তা অধিদপ্তরকে খবর দেই।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ