পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডাকযোগে চিঠি পাঠিয়ে জামায়াতের দুই নেতাকে রাজনীতি ছেড়ে দিতে হুমকি দেয়া হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তারা। শনিবার (১৬ আগস্ট) নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের (জামায়াতের অঙ্গসংগঠন) সভাপতি আব্দুর রহমানের নামে ডাকযোগে রেজিস্ট্রিকৃত একটি চিঠি আসে।
চিঠিতে তাকে জামায়াতের রাজনীতি ছেড়ে দেয়ার জন্য হুমকি দেয়া হয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। খামের প্রেরক হিসেবে মো. কবির মিয়া নাম ব্যবহার করা হয়, যার ঠিকানা উল্লেখ রয়েছে নেছারাবাদের কামারকাঠী গ্রামে।
এর আগে, গত ১৩ আগস্ট একই ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামও একই ধরনের একটি রেজিস্ট্রিকৃত চিঠি পান। ওই চিঠিতে রাজনীতি ছাড়ার হুমকির পাশাপাশি খামের প্রেরকের নাম লেখা ছিল মো. জাহিদ সিকদার, যিনি স্বরূপকাঠি পৌরসভার বাসিন্দা বলে উল্লেখ রয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো. জহিরুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়নের দুইজন নেতাকে হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় চিঠিতে উল্লেখিত নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছি।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। চিঠিতে দেয়া মোবাইল নম্বর ট্র্যাকিং করে জানা গেছে, নম্বরগুলো চট্টগ্রামের। এ বিষয়টি নিয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।