Wednesday, July 9, 2025

মস্কো ও বেইজিংয়ে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প, চাঞ্চল্যকর অডিও ফাঁস

আরও পড়ুন

ইউক্রেনে হামলা ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া বার্তায় হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, পুতিন ইউক্রেনে হামলা করলে, তিনি মস্কোয় বোমা ফেলে প্রতিশোধ নেবেন। এছাড়া তাইওয়ান ইস্যুতে বেইজিংয়েও বোমা ফেলারও হুমকি দিয়েছিলেন তিনি। গত বছর নির্বাচনী প্রচারের সময় ব্যক্তিগত অনুদানকারীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এমন দাবি করেন। ওই কথোপকথনের একটি অডিও হাতে পেয়েছে সিএনএন।

২০২৪ সালে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে আলাপের অডিওটিতে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আমি পুতিনকে বলেছিলাম, তুমি ইউক্রেনে ঢুকলে আমি মস্কোয় বোমা ফেলব। আমি বলছি, আমার আর অন্য কোনো বিকল্প নেয়। তারপর পুতিন আমাকে বলেছিলেন, ‘আমি তোমার কথা বিশ্বাস করি না।’ তবে অন্তত ১০ ভাগ হলেও তিনি আমার কথা বিশ্বাস করেছিলেন।’

আরও পড়ুনঃ  হঠাৎ কেন সরে দাঁড়ালেন ইলন মাস্ক? ট্রাম্প প্রশাসনের ভেতরের গল্প ফাঁস!

ওই বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন, তাইওয়ান ইস্যুতে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও একই ধরনের হুমকি দিয়েছিলেন। ট্রাম্প তাকে বলেছিলেন, যদি চীন তাইওয়ানে হামলা করে, তাহলে তার জবাবে যুক্তরাষ্ট্র বেইজিংয়ে বোমা ফেলবে। ট্রাম্প বলেন, ‘তিনি (শি জিনপিং) ভেবেছিলেন আমি উন্মাদ।’

২০২৪ সালে নিউইয়র্ক ও ফ্লোরিডায় তার দ্বিতীয় মেয়াদের নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এসব কথা বলেছিলেন ট্রাম্প, যা অডিও টেপে রেকর্ড করা হয়। পরে সাংবাদিক জোশ ডসি, টাইলার পেজার ও আইজ্যাক আর্নসডরফ ওই অডিওগুলো সংগ্রহ করেন। তারা তাদের নতুন বই ‘২০২৪’-এমন কিছু তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ  প্রকাশ্যে ইরানে হামলার নিন্দা জানালেও যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করেছে সৌদি!

অডিও রেকর্ডগুলোতে ট্রাম্পের এমন এক রূপ দেখা গেছে, যা সাধারণত জনসমক্ষে দেখা যায় না। বন্ধ দরজার আড়ালে ধনী দাতাদের মন জয় করতে গিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন। তিনি শুধু তাঁর আগ্রাসী পররাষ্ট্রনীতির কথাই নয়, যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করা শিক্ষার্থীদের দেশ থেকে বিতাড়িত করার পরিকল্পনার কথাও বলেছিলেন।

ট্রাম্প পুতিন এবং শি’র সাথে তার কথোপকথনের কথা উল্লেখ করে যুক্তি দিয়েছিলেন যে জো বাইডেনের পরিবর্তে তিনি প্রেসিডেন্ট হলে ইউক্রেন এবং গাজায় সংঘাত বন্ধ করতেন তিনি। এই দাবিটি তিনি এখনও পুনরাবৃত্তি করে চলেছেন, কারণ তিনি এখন উভয় যুদ্ধের অবসান ঘটাতে চেষ্টা করছেন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার প্রতি আচরণ বদলাচ্ছে ভারতের মিডিয়া

২০২৪ সালের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প আরও জানান, তিনি ছাত্র বিক্ষোভকারীদের নির্বাসনের পরিকল্পনা করছেন। বলেন, ‘আমি একটি কাজ করব তা হলো, কোনও ছাত্র প্রতিবাদ করলে, আমি তাদের দেশ থেকে বের করে দেব।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ