Saturday, July 19, 2025

মিটফোর্ডের ঘটনা ‘সাজানো মঞ্চ’, বললেন চবি ছাত্রদল নেতা

আরও পড়ুন

রাজধানীর মিটফোর্ড এলাকায় সংঘটিত ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। তবে এ হত্যাকাণ্ডের পেছনে আল বদর-আল শামসের কোনো ইনভেস্ট আছে কি না তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। একইসঙ্গে বর্বর এ হত্যাকাণ্ডকে ‌‘একটা সাজানো মঞ্চ’ বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১২ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন এ মন্তব্য করেন। এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে কারফিউর সময় আরও বাড়লো, গ্রেফতার সংখ্যা যা জানা গেল

ফেসবুক স্ট্যাটাসে সাজ্জাদ হোসেন বলেন, ‌‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে গতকালকের খুন ছিল একটা বড় পরিকল্পনার অংশ। একটা সাজানো মঞ্চ—যেটা মঞ্চায়ন করেছে জান্নাতের টিকিট বিক্রি করা গুপ্ত সংগঠন। গতকাল বিএনপি খুন করেনি অথচ একদল গর্দভ বিএনপির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা প্রতিবাদ করেছে, ঢাবি ছাত্রদল বিচার চেয়ে মিছিল করেছে অথচ গুপ্তরা ছাত্রদল বয়কট ও নিষিদ্ধ চাচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘যেখানে বিএনপি ছাত্রদল জড়িত নয়, সেখানে বিএনপির বিরুদ্ধে স্লোগান—তাদের উদ্দেশ্য-লক্ষ্য পরিষ্কার। সন্দেহ আরও ঘনীভূত হয় যখন দেখা যায়, খুনের সময় পথচারীর মতো কিছু মানুষ নির্লিপ্তভাবে হেঁটে যাচ্ছে—এগুলো ঘটনার অংশ। যেন খুনটাকে নরমাল হিসেবে দেখা যায়।’

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: কারফিউ জারি

সাজ্জাদ তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার পেছনে আল বদর-আল শামসের কোনো ইনভেস্ট আছে কি না তা খতিয়ে দেখা। জড়িতদের আইনের আওতায় আনা দরকার।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ