Saturday, July 19, 2025

মাঝ আকাশেই বিমানের দরজা খোলা নিয়ে ধস্তাধস্তি, অতঃপর…

আরও পড়ুন

মাঝ আকাশে বিমানের জরুরি নির্গমন দরজা খোলার চেষ্টা করেন একজন যাত্রী। এ নিয়ে এক ক্রুর সঙ্গে ধস্তাধস্তিতেও জড়ান তিনি। এমন পরিস্থিতিতে বিমানটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট।

এমনই একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের আইওয়াতে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে সিএনএন। 

মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, স্কাইওয়েস্ট এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটটি ওমাহা থেকে ডেট্রয়েট যাচ্ছিল।

এক রেডিও বার্তায় পাইলট বলেন, একজন যাত্রী এখন আমাদের ফ্লাইট অ্যাটেনডেন্টের সঙ্গে মারামারিতে লিপ্ত এবং জরুরি নির্গমন দরজা খুলতে চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  পাকিস্তান সেনাবাহিনীর ‘নীরব জায়নবাদী’ মুখোশ যেভাবে খুলে দিলো গাজার নির্মমতা

তবে, শেষ পর্যন্ত যাত্রীটি দরজা খুলতে পারেননি এবং বিমানটি নিরাপদে অবতরণ করানো হয়।

বিমানটির একজন যাত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ব্যক্তিকে হাত পেছনে বেঁধে বিমানের বাইরে নিয়ে যাচ্ছে।

স্কাইওয়েস্ট এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাই বিমানে কোনো ধরনের বিশৃঙ্খল আচরণের প্রতি আমাদের শূন্য সহনশীলতা নীতি রয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এই বছর এ ধরনের ৮৭০টিরও বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে। এ ধরনের অপরাধে জেল, মোটা অঙ্কের জরিমানা ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হতে পারে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ