Sunday, July 27, 2025

মিয়ানমারে উলফার ৪ ঘাঁটিতে ভারতের বড় হামলার অভিযোগ, বহু হতাহত

আরও পড়ুন

মিয়ানমারের পূর্বাঞ্চলে অবস্থিত ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) অন্তত চারটি ক্যাম্পে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। রোববার (১২ জুলাই) ভোরের দিকে শতাধিক ড্রোন ব্যবহার করে ভারতের সামরিক বাহিনী এই হামলা চালায়।

হামলায় উলফার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। তারা জানিয়েছে, এতে তাদের ১৯ সদস্য নিহত হয়েছেন। তবে এক বিবৃতিতে মিয়ানমারে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, আসামে উলফার চারটি ক্যাম্পকে নিশানা করে ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলা করেছে বলে অভিযোগ করেছে ভারতে নিষিদ্ধ এই সংগঠন।

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: জাহাজে গুলি-পাল্টা গুলি, গোলাগুলি চলছে

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের পূর্বাঞ্চলে অবস্থিত উলফার একাধিক ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী অভিযান পরিচালনা করেছে ভারতীয় সেনাবাহিনী। শতাধিক ড্রোন ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত এই বিদ্রোহী গোষ্ঠীর একাধিক ঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত হানা হয়েছে।

সংগঠনটির অভিযোগ, হামলায় উলফার কয়েকজন সদস্য নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে উলফার অন্যতম শীর্ষ কর্মকর্তা ও সংগঠনটির সামরিক শাখার জ্যেষ্ঠ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসমও রয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, ‘সীমান্ত অতিক্রম করে ভারতীয় সেনাবাহিনীর চালানো এই হামলায় উলফা-আইয়ের অন্তত ১৯ জন সদস্য নিহত হন। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৯ জন সদস্য।’ তবে এ ধরনের অভিযানের তথ্য নেই বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বিভাগ।

আরও পড়ুনঃ  গুলির নির্দেশদাতা হাসিনা! উদ্ভট স্ট্যাটাসের মাধ্যমে জয়ের হাস্যকর কাণ্ড!

সূত্র: এনডিটিভি

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ