Friday, July 18, 2025

ইসরায়েলের পতন নিয়ে বিস্ময়কর ভবিষ্যদ্বাণী করেছিলেন আইনস্টাইন!

আরও পড়ুন

বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে সাধারণত আপেক্ষিকতার তত্ত্বের জনক হিসেবেই আমরা জানি। তবে তার রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গিও ছিল স্পষ্ট এবং দূরদর্শী। অনেকেই জানেন না, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আইনস্টাইন তার জীবদ্দশায় বেশ সতর্ক অবস্থান নিয়েছিলেন। এমনকি তিনি এমন একটি ভবিষ্যদ্বাণীও করেছিলেন, যা আজকের বাস্তবতায় অনেকের চোখে বিস্ময় জাগায়।

১৯৪৮ সালে যখন ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আলবার্ট আইনস্টাইন তখনই এই রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এমনকি তিনি ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি হতে অস্বীকৃতি জানিয়েছিলেন। কারণ, তিনি মনে করতেন, ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন মানবতার জন্য বিপদজনক হতে পারে। তার মতে, একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করলে সেখানে কট্টর জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা এবং বৈষম্যের উত্থান হতে পারে, যা এক সময় সেই রাষ্ট্রেরই পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুনঃ  ৬টি বোমা ছোড়ার পরও যেভাবে বেঁচে গেলেন ইরানের প্রেসিডেন্ট

আজকের বাস্তবতায় এই বিজ্ঞানীর সেই ধারণারই যেনো বহিঃপ্রকাশ ঘটছে। দখলদ্বার ইসরায়েল অসহায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে যে আগ্রাসন চালাচ্ছে তা কট্টর ইহুদিবাদী দেশটির মুসলিম ধর্মের প্রতি চরম বিদ্বেষের প্রমাণ করে। অন্যদিকে সম্প্রতি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পুরো বিশ্বকে বারবার ধমকিয়ে চুপ করে রাখা ইসরায়েলের দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটেছে। আগ বাড়িয়ে ইরানের পরমাণু গবেষণাগারে হামলা চালিয়ে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে আজ বিধ্বস্ত কট্টর ইহুদিবাদীদের দেশ ইসরায়েল। ইহুদিবাদি দেশটির অস্তিত্ব দিন দিন সংকটের মুখে পড়ছে কট্টর জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা এবং বৈষম্যেযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ফলেই। যার ভবিষ্যৎবানী আগেই করেছিলেন আলবার্ট আইনস্টাইন।

আরও পড়ুনঃ  পুতিনের বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যে নিজেকে শেষ করে দিলেন রুশ মন্ত্রী

১৯৫২ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন বিজ্ঞানী আইনস্টাইনকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেন। আইনস্টাইন সে প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন এবং একটি চিঠিতে লেখেন, “আমি গভীরভাবে বিশ্বাস করি যে ইসরায়েল একটি ধর্মভিত্তিক রাষ্ট্র হিসেবে গঠিত হলে তা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোবে।”

সেসময় এই বক্তব্য অনেকের কাছেই অতি সরল মনে হয়েছিল, কিন্তু সময়ের পরিক্রমায় আজ যখন ইসরায়েল যুদ্ধ, বিভাজন ও আন্তর্জাতিক সমালোচনার মুখে, তখন অনেকেই বলছেন আইনস্টাইনের আশঙ্কাই যেন বাস্তব হয়ে উঠছে। আজকের দিনে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ও আন্তর্জাতিক মহলে বাড়তে থাকা বিচ্ছিন্নতা দেখে অনেক বিশ্লেষক বলছেন আইনস্টাইন হয়তো ভুল বলেননি।

আরও পড়ুনঃ  ইরানের মতো আরেক আরব দেশে বিমান হামলার হুমকি দিলো ইসরায়েল-যুক্তরাষ্ট্র

আইনস্টাইনের সেই ভবিষ্যদ্বাণী আজ অনেকের কাছেই নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে ফিলিস্তিন ৭৬ বছর আগে অসহায় ইহুদিদের আশ্রয় দিয়েছিলো আজ তারাই তাদের মুনিবের বুকে গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করছে। এ যেনো ইতিহাসের সবচেয়ে বড় বৈঈমানী আর বর্বরতা।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ